শ্রীরাম ও রাবণের মধ্যে পার্থক্য কেমন ?

0

শ্রীরাম ও রাবণের মধ্যে পার্থক্য কেমন ?

শ্রীরাম ও রাবণের মধ্যে পার্থক্য কেমন ?

ভগবান শ্রীরাম সমগ্র আর্যাবর্তের আর্যশ্রেষ্ঠ । ধর্মাচরণে তিনি যেমন ছিলেন অদ্বিতীয়, তেমনি বীরত্বে তিনি ছিলেন অদমনীয় । তিনি সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে থাকতেন। কোনো কিছু লাভ বা যুদ্ধ জয়ে অধর্মের আশ্রয় নিতেন না । কিন্তু বর্তমান সময়ে কিছু অজ্ঞানী রাবণকে শ্রীরামের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ এর প্রয়াস করে ।

মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এর চরিত্র সম্পর্কে বাল্মিকী রামায়ণে বলা হয়েছে,

"আনৃশংস্যম্ অনুক্রোশ: শ্রুতম্ শীলম্ দমঃ শমঃ
রাঘভম্ শোভ্যন্তি এতে ষড়্ গুণাঃ পুরুষ উত্তমম্।।" - বাল্মিকী রামায়ণ, অযোধ্যাকাণ্ড ৩৩/১২
অর্থাৎ, অহিংস স্বভাব, সমবেদনা, পাণ্ডিত্য, উত্তম আচরণ, আত্মনিয়ন্ত্রণ, প্রশান্তি- এই ছয়টি গুণ রামচন্দ্রের চরিত্রকে সজ্জিত করেছে, তাই তিনি পুরুষোত্তম ।

বাল্মিকী রামায়ণে দুরাচারী রাবণ সম্পর্কে বলা হয়েছে,

"প্রাপ্তযজ্ঞহরং দুষ্টং ব্রহ্মঘ্নং ক্ররকারিণম্।
কর্কশ নিরনুক্রোশং প্রজানামহিতে রতম্"। - বাল্মিকী রামায়ণ অরণ্যকান্ড ৩১/২০
অর্থাৎ, রাবণ ছিলেন যজ্ঞসমাপ্তিকালে সেই যজ্ঞ নষ্টকারী, দুষ্ট, ব্রাহ্মণহন্তা, নিষ্ঠুরকর্মা, রুক্ষ, নির্দয় প্রজাদের অহিতকারী ।
শ্রীরাম ও রাবণের মধ্যে পার্থক্য: মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এর সাথে রাবণের তুলনা কখনো সম্ভব নয় । সেজন্য বাল্মিকী রামায়ণে বলা হয়েছে,
"যদন্তরং কাঞ্চনসীসলোহয়োর্যদন্তরং চন্দনবারিপঙ্কয়োঃ।
যদন্তরং হস্তিবিডালয়োর্বনে তদন্তরং দাশরথেস্তবৈব চ॥" - বাল্মীকি রামায়ণ ৩.৪৭.৪৬
অর্থাৎ, সোনার সাথে সীসার, চন্দন জলের সাথে কাদার, হাতির সাথে বিড়ালের যে পার্থক্য তেমন পার্থক্য শ্রীরাম ও রাবণের মধ্যে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top