মহাভারতে উল্লিখিত জনপদগুলির বর্তমান অবস্থান

0

মহাভারতে উল্লিখিত জনপদগুলির বর্তমান অবস্থান

মহাভারতে উল্লিখিত কয়েকটি প্রখ্যাত প্রাচীন জনপদ

কুরুজাঙ্গল

কুরুক্ষেত্রের উত্তর অবস্থিত জনপদ ।

উত্তরকুরু

তিব্বতের উত্তর পশ্চিমে অবস্থিত । অন্যমতে পামীর উপত্যকা ।

নৈমিষারণ্য

লক্ষ্ণৌ-বালামৌ-সীতাপুর লাইনে নৈমিষারণ্য স্টেশন । স্থানীয় নাম, নিমসর । প্রাচীনকালে এখানে ষাট হাজার ব্রাহ্মণ ঋষির বাস ছিল । তার আগে ছিল আদি অসুর ভূমি । দেবতা বিষ্ণু সেই অসুরদের নিশ্চিহ্ন করেন ।

দ্বারকা

আজমীঢ় থেকে ছয় মাইল দূবে শহর ও হ্রদ । হ্রদেব চারদিকে মন্দির । এখানে ছাড়া ব্রহ্মার মন্দির আর কোথাও নেই ।

দ্বারকা

পশ্চিম সৌরাষ্ট্রে আরব সাগরের ধারে কাথিয়াবাড় উপদ্বীপের তটভূমি । পৌরাণিক দ্বারকা জলমগ্ন । কচ্ছ উপসাগরে একটি ছোট দ্বীপ বা 'বেট দ্বারকা' পৌরাণিক দ্বারকার অবশেষ বলে কথিত । বর্তমান দ্বারকা থেকে বত্রিশ কিলোমিটার । দ্বারকার প্রাচীন নাম ছিল কুশস্থলী । দ্বারকার দ্বারকাধীশের মন্দিরে শঙ্খ-পদ্ম- গদা-চক্রধারী কষ্টিপাথরের কৃষ্ণমূর্তি আছে । 'বেট দ্বারকায়' দ্বারকাধীশের মূর্তির হাতে আছে ঢাল তরোয়াল । [শ্রীশতদল ভট্টাচার্য/দ্বারকার আঙিনায় নিবন্ধ/দেশ, ১২/৪/৮০ দ্রষ্টব্য ]

প্রভাস তীর্থ

কাথিয়াবাড়ের একাংশের পৌরাণিক নাম ।

একচক্রা নগরী

বিহারের আরা শহর ।

ইন্দ্রপ্রস্থ

বর্তমান দিল্লীর পুরাণা কেল্লা । পুরাণা কেল্লা এলাকায় ইন্দ্রপৎ নামে একটি জায়গা আছে । এই জায়গাতেই ছিল খাণ্ডব বন ।

সিন্ধু

বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশ ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top