মহামতি বিদু্রের কিছু বিখ্যাত উক্তি
- সত্যই জয়ী হয় । মিথ্যা কখনো জয়লাভ করতে পারে না ।
- ন্যায়বিচার করাই একজন রাজার প্রধান কর্তব্য ।
- শিক্ষাই হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ । সুতরাং যতক্ষণ তুমি জীবিত ততক্ষণ শিক্ষা অর্জন কর ।
- ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু । তাই ক্রোধকে নিয়ন্ত্রণ করতে শিখ ।
- ঈশ্বর সকলের মধ্যেই বিদ্যমান । তাই আমাদের সকলের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ।
বিদুরের বাণী জ্ঞান, নীতি এবং আধ্যাত্মিকতার একটি অমূল্য ভাণ্ডার । তাঁর উক্তি অনুসরণ করে মানুষ জীবনের সকল দিকে সফলতা অর্জন করতে পারে এবং চূড়ান্ত মুক্তি লাভ করতে পারে । যেমন পান্ডবেরা পেরেছিল । বিদুরের কারণে পান্ডবেরা বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন । আমার মতে বিদুর ছিলেন একজন জিনিয়াস ।