মহামতি বিদুরের বাণী

0

মহামতি বিদুরের বাণী

যারা নিয়মিত মহাভারত পড়েন তাদের কাছে মহামতি বিদুরকে না চেনার কথা নয় । ইনি আমার অন্যতম পছন্দের একজন চরিত্র । বিদুর ছিলেন আমাদের মহাকাব্য মহাভারতের একজন বিখ্যাত চরিত্র । তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের মন্ত্রী এবং পাণ্ডব ও কৌরবদের কাকামশাই । বিদুর ছিলেন একজন জ্ঞানী, নীতিবান এবং দূরদর্শী ব্যক্তি । তাঁর বাণী, যা বিভিন্ন উপাখ্যানে পাওয়া যায়, যা কিনা আজও প্রাসঙ্গিক । সেগুলোর একাংশ আজকে আপনাদের সাথে শেয়ার করবো ।

মহামতি বিদু্রের কিছু বিখ্যাত উক্তি

  1. সত্যই জয়ী হয় । মিথ্যা কখনো জয়লাভ করতে পারে না ।
  2. ন্যায়বিচার করাই একজন রাজার প্রধান কর্তব্য ।
  3. শিক্ষাই হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ । সুতরাং যতক্ষণ তুমি জীবিত ততক্ষণ শিক্ষা অর্জন কর ।
  4. ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু । তাই ক্রোধকে নিয়ন্ত্রণ করতে শিখ ।
  5. ঈশ্বর সকলের মধ্যেই বিদ্যমান । তাই আমাদের সকলের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ।

বিদুরের বাণী জ্ঞান, নীতি এবং আধ্যাত্মিকতার একটি অমূল্য ভাণ্ডার । তাঁর উক্তি অনুসরণ করে মানুষ জীবনের সকল দিকে সফলতা অর্জন করতে পারে এবং চূড়ান্ত মুক্তি লাভ করতে পারে । যেমন পান্ডবেরা পেরেছিল । বিদুরের কারণে পান্ডবেরা বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন । আমার মতে বিদুর ছিলেন একজন জিনিয়াস ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top