শ্রীকৃষ্ণ কত বছর বেঁচে ছিলেন ?

0

শ্রীকৃষ্ণ কত বছর বেঁচে ছিলেন ?

শ্রীকৃষ্ণ কত বছর বেঁচে ছিলেন ?

হিন্দু পুরাণ অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ মর্ত্যলোকে ১২৫ বছর বেঁচে ছিলেন । কিছু গ্রন্থে তার জন্মতিথি হিসেবে ৩১০২ খ্রিস্টপূর্বাব্দ এবং মৃত্যুতিথি ২৯৭৭ খ্রিস্টপূর্বাব্দ ধরা হয় ।

তবে, মহাভারত অনুসারে, শ্রীকৃষ্ণ জরা নামক এক ব্যাধের বিষ্মাখা তীরে আহত হয়ে মৃত্যুবরণ করেন  ভাগবতপুরাণ অনুসারে, ৮৯ বছর বয়সে কৃষ্ণ একজন শিকারীর তীরের আঘাতে মারা যান । পদ্মপুরাণ অনুসারে, ১২৫ বছর বয়সে কৃষ্ণ একজন শিকারীর তীরের আঘাতে মারা যান ।

শ্রীকৃষ্ণ কত বছর বেঁচে ছিলেন তা নিয়ে বিভিন্ন পুরাণে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায় । তবে, ১২৫ বছর বেঁচে থাকার ধারণাটাই আমাদের মাঝে সবচেয়ে বেশি প্রচলিত ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top