কর্ণ ও অর্জুনের মধ্যে যুদ্ধ হলে কে জয়ী হবেন ?

0
কর্ণ ও অর্জুনের মধ্যে যুদ্ধ হলে কে জয়ী হবেন ?

কর্ণ ও অর্জুনের মধ্যে যুদ্ধ হলে কে জয়ী হবেন ?

বিরাট যুদ্ধে ঠিক কী ঘটেছিল ? অর্জুন কি সত্যিই একা কৌরবদের পরাজিত করেছিলেন ?

হ্যাঁ, অর্জুন এককভাবে বিরাট যুদ্ধে একাই দ্রোণ, কৃপ, ভীষ্ম, কর্ণ, দুর্যোধন, দুঃশাসনসহ সমগ্র কৌরব বাহিনীকে পরাস্ত করেছিলেন ? অর্জুন দক্ষতা, সাহস এবং দৈব শক্তিতে অনেক উচ্চতর মানের যোদ্ধা ছিলেন । মনে করা হয় শুধুমাত্র অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং ভগবান শিবই তাকে পরাজিত করতে সক্ষম ছিলেন । কারণ অর্জুনের সাথে ইন্দ্র এবং যমদেবের যুদ্ধ হয়েছিলো এবং সেখানে অর্জুন বিজয়ী হয়েছিল ।

মহাভারত অনুসারে,
ভগবান কৃষ্ণের হস্তক্ষেপ ছাড়া কর্ণ ও অর্জুনের মধ্যে যুদ্ধে কে জিতবে এবং কেন ?

কর্ণের বিরুদ্ধে অর্জুনের প্রায় ৯৫% যুদ্ধই জয়ের সুযোগ রয়েছে । কর্ণ বিভিন্ন সময়ে দ্রুপদ, ভীম, গন্ধর্ব চিত্রসেন, সাত্যকি, যুধিষ্ঠির, অভিমন্যু, ঘটোৎকচ প্রভৃতি যোদ্ধার নিকট পরাজিত হয়েছিলেন । কর্ণ কিন্তু তার ক্যারিয়ারে একবারো অর্জুনকে পরাস্ত করতে সক্ষম হননি ।

অর্জুন বহুবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভগবান শ্রী কৃষ্ণ, গাণ্ডীব ধনুকের সাহায্য ছাড়াই কর্ণকে পরাজিত করেছিলেন ।

পরোক্ষভাবে,

গুরুদক্ষিণা যুদ্ধ - যেখানে কর্ণ দ্রুপদের নিকট পরাজিত হয়েছিলেন এবং অর্জুনের নিকট দ্রুপদ বন্দী হয়েছিলেন ।

দ্রৌপদী স্বয়ম্বর - অর্জুন ধনুক তুলতে সক্ষম হলেও কর্ণ গুণ পড়াতে ব্যর্থ ।

প্রত্যক্ষভাবে,

দ্রৌপদী স্বয়ম্বরে অর্জুনের নিকট কর্ণের পরাজয় ।

বিরাট যুদ্ধে অর্জুনের নিকট কর্ণের ৩ বার পরাজয় এবং যুদ্ধক্ষেত্র থেকে পলায়ণ । একবার কর্ণ পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগ থেকে পলায়ন করেন । দ্বিতীয়বার অর্জুন কর্ণের বুক তিনটি বাণ দ্বারা বিদ্ধ করেন এবং তিনি আবার পলায়ন করেন । তৃতীয়বার কর্ণ অর্জুনের বাণের আঘাতে অজ্ঞান হয়ে যান । 

মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের ১৭ তম দিনে চূড়ান্ত যুদ্ধের আগে অর্জুন কমপক্ষে ৫ বার কর্ণকে পরাজিত করেছিলেন । তার মধ্যে দুই বার কর্ণকে অশ্বত্থামা রক্ষা করেছিলেন ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top