লক্ষণ ও কর্ণের মধ্যে কে বেশি শক্তিশালী ?

0

লক্ষণ ও কর্ণের মধ্যে কে বেশি শক্তিশালী ?

লক্ষণ ও কর্ণের মধ্যে কে বেশি শক্তিশালী ?

হা হা হা । প্রশ্নটা হাস্যকর । লক্ষ্মণকে কর্ণের সাথে তুলনা করা ঠিক যেন শচীন টেন্ডুলকারকে শুভমান গিলের সাথে তুলনা করা ।

কর্ণ নিঃসন্দেহে একজন ভালো যোদ্ধা ছিলেন কিন্তু আসুন তার পারফরম্যান্সের একটু ঝলক দেখা যাক

  • কর্ণ প্রায় ১১ বার ভীমের কাছে পরাজিত হন । অনেকবার তালে বাঁচানোর জন্য দোর্যোধন অন্যান্য যোদ্ধাদের প্রেরণ করেছেন ।
  • সাত্যকির কাছে কর্ণ পরাজিত হন দুইবারের বেশি ।
  • ধৃষ্টদ্যুম্ন কর্ণকে পরাজিত করেন ।
  • ৪র্থ পান্ডব নকুলের সাথে যুদ্ধ করার সময়, কর্ণ কিছু দিব্যাস্ত্র ব্যবহার করেছিলেন । কিন্তু নকুল বাঘের মতো গর্জন করে নতুন শক্তি নিয়ে ফিরে আসেন । তখন কর্ণ কোনভাবে পালাতে সক্ষম হন ।
  • অভিমন্যু কর্ণকে দু-তিনবার পরাজিত করেন ।
  • এবং তিনি অর্জুনের নিকট বহুবার পরাজিত হয়েছিলেন এবং অর্জুন কয়েকবার তাকে মারতেও পারতেন । কিন্তু বাণের আঘাতে অজ্ঞান হয়ে যাওয়াএবং যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগ থেকে পালিয়ে যাওয়ার কারণে অর্জুন তাকে বধ করেননি । 
  • তিনি দ্রুপদ রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে পরাজিত হয়েছিলেন । যেখানে অর্জুন দ্রপদকে easily বন্দী করেছিলেন । কর্ণ গন্ধর্ব চিত্রসেনের সাথে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বেঁচেছিলেন কিন্তু পরবর্তীতে অর্জুন চিত্রসেনকে সরাসরি যুদ্ধে পরাজিত ও বন্দী করেছিলেন । কি ? সিরিয়ালে এগুলো নেই তাইনা ? থাকার কথাও নয়! কারণ সিরিয়াল যারা বানায় তারা মহাভারত পড়েই না । তারা কর্ণের উপর প্রকাশিত কিছু ফিকশন গল্প থেকে সিরিয়াল বানায় । যা হিন্দুধর্মের নতুন প্রজন্মদের কাছে ভুল ইনফরমেশন হিসেবে পৌছচ্ছে ।
  • কর্ণ বহুবার যুদ্ধ থেকে পালিয়েছিলেন । অজ্ঞানও হয়ে গিয়েছিলেন ।

আরো জানুনঃ কর্ণ নাকি অর্জুন কে বেশি শক্তিশালী ?

এখন শেষ নাগের অবতার লক্ষ্মণের কথা বলা যাক

  • একটি যুদ্ধেও হারেননি তিনি ।
  • একবার ইন্দ্রজিতের ব্যবহৃত শক্তি অস্ত্রের আঘাতে অজ্ঞান হয়ে যান যা যুদ্ধের নিয়মের পরিপন্থী ছিল ।
  • সব রকম দিব্যাস্ত্র ছিল তার কাছে । এছাড়াও তিনি ছিলেন একজন দক্ষ মার্শাল আর্টিস্ট । যিনি ধনুক, তরবারী, গদা, বল্লম সবকিছু দিয়েই সমান তালে যুদ্ধ করতে পারতেন ।
  • রাবণের মহাপরাক্রমশালী পুত্র অতিকায়কে বধ করেছিলেন ।
  • কুম্ভ কর্ণের ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী এবং শক্তিশালী অস্ত্রগুলিকে ধ্বংস করে ফেলেছিলেন তিনি ।
  • সেই যুগের অন্যতম শক্তিশালী অতিমহারথী যোদ্ধা ইন্দ্রজিৎকে হত্যা করেন ।
আরেকটা কথা! BPL এবং IPL যেমন এক নয় । তেমনি মহাভারতের যুদ্ধ আর রাম-রাবণের যুদ্ধ এক নয় । মহাভারতের যুদ্ধে কেবল গুটিকতক সেনা ও মহারথী অংশগ্রহণ করেছিলেন । কিন্তু রাম রাবণের যুদ্ধে বেশ কয়েকজন অতিমহারথীসহ অসংখ্য মহারথী অংশগ্রহণ করেছিলেন । চিন্তা করে দেখুন সেই যুদ্ধ কতো ভয়ানক ছিলো । যেখানে কর্ণের ঘটোৎকচের মতো এক রাক্ষসকে বধ করতেই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সেখানে লক্ষণ লক্ষ লক্ষ মায়াবী রাক্ষসসহ রাবণের মহাবলশালী দুই পুত্র অতিকায় এবং মেঘনাদকে বধ করেছিলেন । এইবার বলুন, কর্ণ ও লক্ষণের তুলনা হাস্যকর নয় ???

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top