নৃসিংহ অবতার - ভগবান বিষ্ণুর হিরণ্যকশিপু বধ
নৃসিংহ বা নরসিংহ রূপ হচ্ছে বিষ্ণুর চতুর্থ অবতার। নৃ বা নর অর্থ মানুষ। নৃসিংহ হচ্ছে মানুষ ও সিংহের মিলিত রূপ । মাথা সিংহের মতো আর শরীর মানুষের মতো । আবার নখগুলো সিংহের মতো । নিজের ভাই হিরণ্যাক্ষকে বরাহরূপী বিষ্ণু হত্যা করেন । এতে হিরণ্যকশিপু প্রচন্ড রেগে বিষ্ণুবিরোধী হয়ে উঠেন । কিন্তু তাঁর পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুভক্ত । হিরণ্যকশিপু নানা কৌশলে প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেন । প্রতিবারেই বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পায় ।
একদিন প্রচন্ড রেগে হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন বল তোর বিষ্ণু কোথায় থাকে ?
প্রহ্লাদ উত্তর দিল - ভগবান বিষ্ণু সব জায়গায়ই থাকেন ।
তখন হিরণ্যকশিপু তার প্রাসাদের এক স্ফটিকস্তম্ভ দেখিয়ে জানতে চাইলেন এর মধ্যেও কি তোর বিষ্ণু আছে ?
প্রহ্লাদ বিনীতভাবে বললেন হ্যাঁ বাবা, শ্রীবিষ্ণু এখানেও আছেন ।
হিরণ্যকশিপু রেগে পায়ের আঘাতে সে স্তম্ভ ভেঙ্গে ফেললেন। তখনই স্তম্ভের ভিতর থেকে ভগবান বিষ্ণু ভয়ঙ্কর নৃসিংহ রূপ ধারণ করে আবির্ভূত হলেন । তিনি নখ দিয়ে হিরণ্যকশিপুর উদর বিদীর্ণ করলেন । হিরণ্যকশিপুর অত্যাচার থেকে পৃথিবী রক্ষা পেল ।