দ্রোণাচার্য কেন অর্জুনকে পরাস্ত করতে পারেন নি ?
এর অনেকগুলো যৌক্তিক কারণ আছে । যারা মাঝে সাঝে মহাভারত পড়ে থাকেন তারা এই বিষয়টি ধরতে পারবেন । নিচের পয়েন্টগুলি সব অরিজিনাল অর্থাৎ সর্বজনস্বীকৃত মহাভারত পড়েই নেয়া হয়েছে । সোনি টিভির বিকৃত সিরিয়াল দেখে কেউ কমেন্টে বিতর্ক করতে আসবেন না ।
যুক্তিযুক্ত কতগুলি পয়েন্ট
- দ্রোণ যা জানতেন সবই অর্জুনকে শিখিয়েছিলেন । তাই দ্রোণ এর সমস্ত অস্ত্রবিদ্যা সম্পর্কে অর্জুনের জ্ঞান ছিল ।
- অর্জুন শুধু দ্রোণের কাছেই নয়, অন্যান্য শিক্ষকদের কাছ থেকেও অস্ত্রবিদ্যা শিখেছিলেন ।
- অর্জুন ছিলেন গন্ধর্বরাজ চিত্রসেন, শ্রীকৃষ্ণ, শিব, ইন্দ্র, বাসু, নাগ এবং সমস্ত স্বর্গীয় সত্ত্বাদের ছাত্র ।
- অর্জুন দেবতাদের কাছ থেকে সমস্ত ঐশ্বরিক অস্ত্র অর্জন করার সাথেসাথে এবং তাদের কাছ থেকে অন্যান্য বিভিন্ন গোপন তত্ত্ব সম্পর্কেও জ্ঞান লাভ করেছিলেন ।
- অর্জুনের যে গুণটি আমার পারসোনালি ফেভারিট সেটা হচ্ছে অর্জুন আজীবন ছাত্র ছিলেন । তিনি সবসময় শিখতেন । দ্রোণের নিকট অর্জুনের প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু মাত্র । তিনি আমৃত্যু শেখা বন্ধ করেননি ।
- অর্জুন ছিলেন ভয়ঙ্কর রকমের পরিশ্রমী । তিনি সবসময় প্রচুর অনুশীলন করতেন । তার তীর চালনার গতি এবং একুরেন্সি অতুলনীয় ছিল ।
- অর্জুন নিজে নিজে উভয় হাতে তীর চালনার দক্ষতা অর্জন করেছিলেন এবং রাতের আধারে বাণ চালানো শিখেছিলেন ।
- স্বয়ং দ্রোণের মতে অর্জুনের বাণ চালানোর গতি অতুলনীয় ছিল ।
- তিনি শ্রদ্ধেয় প্রবীণদের সম্মান ও পূজা করতেন । যে গুণটি কর্ণের মধ্যে অনুপস্থিত ছিল ।
- অর্জুন যোদ্ধা হিসেবে এমন এমন কীর্তি অর্জন করেছিলেন যা সেসময় কেউ করেনি । তিনি নিবাতকবচ এবং কালকেয় রাক্ষসকে হত্যা করেছিলেন, তিনি মহাদেবের সাথে যুদ্ধ করে তাকে সন্তুষ্ট করেছিলেন । যার থেকে যুদ্ধবিদ্যার সৃষ্টি হয়েছে, তাকে যুদ্ধে সন্তুষ্ট করা কিন্তু কম কথা নয়!
- তিনি খণ্ডবদহনে স্বর্গীয় সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন । যাদের নেতৃত্বে ছিলেন দেবরাজ ইন্দ্র । তার সঙ্গে যুদ্ধে ইন্দ্রের শক্তিশালী বজ্র যুদ্ধে অকেজো হয়ে গিয়েছিল ।
- এগুলো মূলত এটি তার কঠোর পরিশ্রম, অনুশীলন, নিষ্ঠা এবং দক্ষতার কারণে হয়েছিল ।
আরো জানুনঃ কর্ণ নাকি অর্জুন কে বেশি শক্তিশালী ?
উপরের পয়েন্টগুলি থেকে এটা স্পষ্ট । অর্জুন কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেই বসে ছিলেন না, নিজের দক্ষতাকে নিজে নিজে আরো শক্তভাবে বিল্ড করেছিলেন । তিনি নিজের দুর্বলতা থেকে শিখতেন । আর তার এই attitude ই তাকে ভয়ঙ্কর শক্তিশালী যোদ্ধায় পরিণত করেছিল । এজন্যই তিনি বিরাট যুদ্ধে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধনসহ সমগ্র কৌরব বাহিনীকে পরাস্ত করেছিলেন ।
দ্রোণ নিজেও বহুবার স্বীকার করেছেন শুধু তিনিই নন, অর্জুনকে কেউ পরাস্ত করতে পারবে না ।