কূর্ম অবতার - সমুদ্র মন্থনের ইতিহাস

0
কূর্ম অবতার - সমুদ্র মন্থনের ইতিহাস

ভগবান বিষ্ণুর কূর্ম অবতার

ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার হলো কূর্ম অবতার । একদা ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে দিব্য পুষ্পমালা উপহার দিয়েছিলেন । ইন্দ্র সেই মালা সাদরে গ্রহণ করে তার বাহন ঐরাবতের মাথায় রাখেন। কিন্তু ঐরাবত সেই মালা তার শুঁড়ে জড়িয়ে মাটিতে ফেলে নষ্ট করে দেয় । এতে ঋষি ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে শ্রীহীন হবার অভিশাপ দেন । ব্রহ্মা তখন পুনরায় অমৃতপ্রাপ্তির জন্য অসুরদের সাহায্যে সমুদ্রমন্থনের পরামর্শ দেন  । বিষ্ণু দেবতাদেরকে সঙ্গে নিয়ে ক্ষীরোদ সমুদ্র মন্থনের পরামর্শ দেন ।

তিনি বলেন ক্ষীরোদ সমুদ্র মন্থনের ফলে অমৃত উঠে আসবে । সেই অমৃত পান করে দেবতাগণ অসুরদের পরাজিত করার শক্তি ফিরে পাবেন । ভগবান বিষ্ণুর পরামর্শ অনুসারে দেবতাগণ ক্ষীরোদ সমুদ্র মন্থন শুরু করলেন । মন্দর পর্বত হলো মন্থন দণ্ড । আর বাসুকি নাগ হলো মন্থনের রজ্জু । মন্দর পর্বত সমুদ্রের তলদেশে বসে যেতে লাগল। বিষ্ণু তখন বিরাট এক কূর্ম বা কচ্ছপরূপে মন্দর পর্বতকে ধারণ করলেন । মন্থন চলতে থাকল । সমুদ্র থেকে অমৃত উঠল । দেবতাগণ সেই অমৃত পান করে অসুরদেরকে পরাজিত করলেন । দেবতারা আবার স্বর্গরাজ্য ফিরে পেলেন । এভাবেই কূর্মরূপী বিষ্ণু অসুরদের অত্যাচার থেকে ত্রিজগৎ রক্ষা করেছিলেন ।

আরো জানুনঃ মহালয়া কেন পালন করা হয় ? মহালয়া শব্দের অর্থ কি ?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top