জীবনের যথার্থ উদ্দেশ্য কি ? গীতার আলোকে !

0

 

জীবনের যথার্থ উদ্দেশ্য কি ? গীতার আলোকে !

জীবনের যথার্থ উদ্দেশ্য কি ?

কেউ এখানে কোনরকম বোঝাপড়া করে, আজীবন টিকে থাকতে পারে না । কেউ মনে করতে পারে-আমি তো বেশ ভালই আছি, আমার জীবন খুব সুখের, তাই আমি চিরকাল এখানেই থাকতে চাই ।

কিন্তু তুমি বেশিদিন এখানে থাকতে পারবে না । জীবনের আয়ূ শেষ হলে, তোমাকে এখান থেকে অন্তোষ্টিক্রিয়ার মাধ্যেমে পরকালে আগমন করতে হবে । তারপর পরবর্তী জীবন কেমন হবে সে সম্পর্কে তুমি কিছুই জানো না-এটিই শেখায় কৃষ্ণভাবনামৃত দর্শন । কৃষ্ণভাবনামৃত অর্থাৎ কৃষ্ণ (ভগবান) কথা লোকমাঝে প্রচার করার উদ্দেশ্যই ইহা-মানুষকে দুঃখ-দুর্দশাপূর্ণ জীবন থেকে মুক্তিলাভে সাহায্য করা। কিন্তু ভগবান সম্পর্কে অনভিজ্ঞ মানুষ, এই সহায়তাকে তাদের রুচিগত ধর্মীয় ভাবনাকে আঘাত করা রূপে দর্শন করে, ভুল বুঝে আরও বিপথগামী হচ্ছে । শ্রীকৃষ্ণ হলেন ভগবান ।

তাঁর আলয় থেকেই আমরা সকল আত্মারা এসেছি ।

তাই " কৃষ্ণকথা প্রচার কোন সাম্প্রদায়িক আন্দোলন নয়, এটি সকলের মঙ্গলের জন্য একটি সাংস্কৃতিক আন্দোলন"।

তবে কি কেউ যখন ভগবান সম্পর্কে জানতে পারবে, তখন তার জীবন আর ততটা দুঃখ-দুর্দশাপূর্ণ থাকবে না ?

তাও নয় । কিছুটা জ্ঞান লাভ করলে চলবে না, পূর্ণ জ্ঞান লাভ করতে হবে ।

'জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বত'

'তত্ত্বত' মানে হচ্ছে পূর্ণরূপে। আর এই পূর্ণ জ্ঞান একমাত্র ভগবদগীতায় শিক্ষা দেওয়া হয়েছে । তাই আমরা জনে-জনে গীতার জ্ঞান বিতরণ করে চলেছি । আপনাদের অনুরোধ সেই শিক্ষা লাভ করে, জীবনের পূর্ণতা প্রাপ্ত হউন ।

স্বয়ং শ্রীকৃষ্ণ এই জগৎকে 'দুঃখালয়ম'- দুঃখের আলয়, এবং 'অশাশ্বতম'-অনিত্য। অর্থাৎ যাহা আজীবন নয় এইরূপে ব্যাখ্যা করেছেন ।

' মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম

নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতাঃ'

"যে সকল মহান ভক্তিযোগী আমাকে প্রাপ্ত হয়েছেন, তাঁরা আর কখনই দুঃখের আলয়, অশাশ্বত এই জগতে ফিরে আসবে না ।"

মামুপেত্য- কেউ যদি আমার কাছে ফিরে আসে, তাঁর আর পুনর্জন্ম হবে না । সমুদ্রের জল মেঘে পরিণত হয়, বর্ষার ধারায় মেঘ নেমে আসে এবং তার আসল উদ্দেশ্য হচ্ছে, পুনরায় সমুদ্রে প্রবেশ করা । তেমনই আমাদের প্রকৃত আলয় হচ্ছে ভগবদ্ধাম । আমরাও আত্মারূপে ভগবানের কাছে থেকে এসেছি । কিন্তু এখন জড়জাগতিক জীবনের বন্ধনে আবদ্ধ হয়ে আছি ।

এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হয়ে, প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়া-সেটিই হচ্ছে জীবনের উদ্দেশ্য ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top