হিন্দু ধর্ম অনুসারে স্রষ্টা কে কী কী নামে অভিহিত করা যায় ?
হিন্দুধর্ম অনুসারে আমরা স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করি । যেমনঃ ঈশ্বর , পরমেশ্বর , ব্রহ্ম , পরমব্রহ্ম , আত্মা, পরমাত্মা ইত্যাদি ।
এবারে ঈশ্বর তথা স্রষ্টা সম্পর্কে ধারণাটা একটু ঝালাই করে নেয়া যাক-
ঈশ্বর শব্দটির অর্থ হচ্ছে প্রভু । তিনি সর্বশক্তিমান । তিনি শৃঙ্খলার সঙ্গে জীব জগতকে নিয়ন্ত্রণ করছেন | সকল শক্তি ও গুণের তিনিই আধার । সূর্যের আলো তারই আলো । তিনিই জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন ।তিনি সৃষ্টি , স্থিতি ও পালনের একমাত্র কর্তা । তিনিই মৃত্যুর সীমায় জীবনকে বেঁধে দিয়েছেন । এভাবেই তিনি জীব ও জগতের প্রভুত্ব করেন | এ জন্যই তার নাম ঈশ্বর । তার আদি নেই , তাই তিনি অনাদি ।তার অন্ত নেই , তাই তিনি অনন্ত । তার বিনাশ নেই , তাই তিনি অবিনশ্বর ।