লক্ষী পূজা পদ্ধতি PDF
দেবীপক্ষের শেষ পূর্ণিমা হল কোজাগরী পূর্ণিমা । আর এই পূর্ণিমার দিন কোজাগরী লক্ষ্মী পূজা করা হয় বলেই পূর্ণিমার নাম দেওয়া হয়েছে কোজাগরী পূর্ণিমা । কোজাগরী কথাটা এসেছে হিন্দু পুরাণ থেকে হিন্দু পুরাণে কোজাগরী কথার অর্থ হল কো-জাগর্তি অর্থাৎ “কে জেগে আছে রে” । এই কথাটার পরিপ্রেক্ষিতে বলতে গেলে বলতে হয় এই কথা যে কোজাগরী পূজার দিন মা লক্ষী স্বয়ং নাকি গৃহস্থ বাড়ি ঘুরে দেখেন কে জেগে আছে এবং কে কে তাকে অভ্যর্থনা করে পূজা করছে এবং ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে । তার উপরেই নাকি ধনসম্পত্তি বাড়ে এবং মা লক্ষ্মী কৃপা করেন তার ওপর । এই রকমই নির্দেশনাই শোনা যায় ।
আজকের আয়োজনে কোজাগরী লক্ষী পূজা পদ্ধতি PDF আকারে আপনাদের সাথে শেয়ার করা হলো । ফাইলটি ডাউনলোড করতে চাইলে নিচের সবুজ বাটনে ক্লিক করুন ।