হিন্দু ধর্মের মৃত্যু মন্ত্র | মৃত্যু সংবাদ শুনলে যে মন্ত্র বলবেন!

0
হিন্দু ধর্মের মৃত্যু মন্ত্র

হিন্দু ধর্মের মৃত্যু মন্ত্র

হিন্দুধর্মের বেশিরভাগ লোকেরাই জানেন না, কেউ মারা গেলে কি মন্ত্র বলতে হয় ? আর জানবেই বা কি করে ? হিন্দু ছেলেমেয়েদের ছোটবেলা থেকে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না!

কিন্তু চিন্তার কিছুই নেই! আমরা তো আছিই । হিন্দু ধর্মের সকল প্রশ্নের উত্তর দিতে আমরা সদা সর্বদা প্রস্তুত ছিলাম, আছি থাকবো । চলুন জেনে নেওয়া যাক, হিন্দু ধর্মমতে কোনো মানুষ মারা গেলে কোন মন্ত্র বলতে হয়ঃ

‘দিব্যান লোকান্ স গচ্ছতু’

অর্থাৎ তিনি দিব্যধাম প্রাপ্ত হোক । দিব্য মানে দেবতার স্থান যেখানে দেবতারা ভগবানের আরাধনায় মগ্ন থাকেন । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top