শিবরাত্রি পারণ মন্ত্র
পারণের সময়ণুযায়ী এর মাঝে মহাদেবকে অন্ন নিবেদন করে পারণ মন্ত্রউচ্চারণ পূর্বক উপােষ ভঙ্গ করতে হয় । শিবরাত্রির পারণ মন্ত্রঃ
ওঁ সংসার ক্লেশদগ্ধস্য ব্ৰতেনানেন
শঙ্করপ্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব।।
বিশেষ দ্রষ্টব্য-উপবাসথাকার দিনে তেলমাখা, দিবানিদ্রা, সহবাস, কোনােরূপ ভােগবিলাস, পাশা/জুয়া খেলা, নেশাবস্তু গ্রহণ সম্পূর্ন নিষিদ্ধ ।
পারণের দিন ২ বার খাওয়া, সহবাস, পরিশ্রমের কাজ, দিবানিদ্রা, পরের অন্ন ভােজন, দূরপথে যাত্রা নিষেধ । বারবার জলপান করলে বা দিবানিদ্রা গেলে"ওঁ নমঃ নারায়ণায়”—এই মন্ত্র ১০৮ বার জপ করতে হয় । সম্পূর্ণ উপবাস না করতে পারলে জল, দুধ, ফল, মূল, ওষুধ খাওয়া যেতে পারে ।