দুর্গা পূজার সময় ও পূজার উপকরণ

0
দুর্গা পূজার সময় ও পূজার উপকরণ

দুর্গাপূজার সময় ও পূজার উপকরণ

দুর্গাপূজা বাংলাদেশসহ ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব । বছরে দুবার দুর্গোৎসবের প্রথা রয়েছে । আশ্বিন মাসের শুক্লপক্ষে শারদীয় এবং চৈত্র মাসের গুরুপক্ষে বাসন্তী দুর্গাপূজার আয়োজন করা হয় । বাংলাদেশ ও পশ্চিম বাংলায় মহালয়া উদযাপনের মাধ্যমে দেবীদুর্গার আগমনী ঘোষিত হয় ।

আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে প্রতিমা স্থাপন করে শারদীয় দুর্গোৎসব শুরু হয় এবং পাঁচ দিনব্যাপী চলতে থাকে । দশম দিনে দশমী পূজার মাধ্যমে শারদীয় উৎসবের সমাপ্তি ঘটে । কোনো কোনো স্থানে আশ্বিন মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথি থেকে দুর্গাপূজা শুরু করা হয় । তবে ষষ্ঠী তিথি থেকে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু করার রীতিই অধিক অনুসৃত ।

তিথি অনুসারে দুর্গাপূজার সময়কে নিম্নরূপে শ্রেণিবিভাগ করা হয় -

প্রথম দিন : দুর্গার ষষ্ঠী - বোধন, আমন্ত্রণ ও অধিবাস ; 

দ্বিতীয় দিন : মহাসপ্তমী পূজা- নবপত্রিকা প্রবেশ ও স্থাপন , সপ্তম্যাদিকল্পারম্ভ , সপ্তমীবিহিত পূজা ;  তৃতীয় দিন : মহাষ্টমী পূজা, কুমারী পূজা, সন্ধিপূজা ; 

চতুর্থ দিন : নবমীবিহিত পূজা ; 

পঞ্চম দিন : দশমীপূজা , বিসর্জন ও বিজয়া দশমী । বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ , দেবী পুরাণ ও কালিকা পুরাণে দুর্গাপূজার পদ্ধতি বর্ণনা করা হয়েছে । দুর্গাপূজায় বহু উপকরণ ব্যবহৃত হয় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top