রাধা অষ্টমী পারণ মন্ত্র
পারণ আরম্ভের মন্ত্র
সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায়
গোবিন্দায় রাধেজীকো নমো নমঃ ।
আরো জানুনঃ রাধাষ্টমী কি এবং কেন পালন করা হয় ?
পারণ শেষে মন্ত্র
ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায়
গোবিন্দায় রাধেজীকো নমো নমঃ ।
আরো জানুনঃ রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য
মন্ত্রটি পাঠ করে নবমীর সঠিক সময়ের মধ্যে পারণ করতে হয় । সবাই উপবাস পালন করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করুন ।
শ্রী শ্রী রাধারাণীর প্রণাম মন্ত্র
তপ্তকাঞ্চন-গোরাঙ্গীরাধে বৃন্দাবনেশ্বরী ।
বৃষভানু-সুতে দেবী প্রণামামি হরি-প্রিয়ে ॥
অনুবাদঃ শ্রীমতি রাধারাণী, যাঁর অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তাঁর শ্রীচরণকমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জানাই ।