অক্ষয় তৃতীয়া কি এবং কেন পালন করা হয় ?

0
অক্ষয় তৃতীয়া কি এবং কেন পালন করা হয় ?

অক্ষয় তৃতীয়া কি এবং কেন ?

এই দিনেই বিশ্ব সৃষ্টি করেছিলেন ঈশ্বর । এক একটি কল্পের স্থায়িত্ব চারশাে বত্রিশ কোটি বছর । তাই এ দিনকে অক্ষয় বলে থাকে । যেহেতু জন্ম বা সৃষ্টির দিনকে আমরা জন্মদিন হিসাবে পালন করি । সেরকমভাবেই বিশ্ব সৃষ্টির দিনটিকে স্মরণ করি অক্ষয় তৃতীয়া ব্ৰত উদযাপন করে । বর্তমান কল্পের নাম শ্বেতবরাহ কল্প । এই কল্পের প্রায় দু'শাে কোটি বছর পার হয়েছে ।

এছাড়াও এইদিন যেসকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল, তা নিম্নরূপ :


১. এদিনই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে ।

২. এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন ।
৩. এদিনই গণপতি গনেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন ।

৪. এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে ।

৫. এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয় ।

৬. এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন ।

৭. এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয় ।

৮. এদিনই শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা তার সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তাঁর থেকে সামান্য চালভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তাঁর সকল দুঃখ মোচন করেন ।

৯. এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। শরনাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন ।

১০. এদিন থেকেই পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রথ নির্মাণ শুরু হয় ।

১১. এদিনই সত্যযুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগ শুরু হয় ।


আরও জানুন

শ্রাদ্ধ কি এবং কেন পালন করা হয় ?

অশৌচ কি এবং কেন ?

নমস্কার কেন করা হয় ?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top