একাদশী পারন মন্ত্র | একাদশীর পারন কিভাবে করতে হয় ?

0
একাদশী পারন মন্ত্র | একাদশীর পারন কিভাবে করতে হয় ?

একাদশীর পারন মন্ত্র

অনেকেই হয়তো এই মন্ত্র জানেন না । আপনি কি জানেন ? যদি না জেনে থাকেন, তাহলে আজকে জেনে নিন 👇👇

একাদশী পারন মন্ত্র :

”একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব ।

প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব ।।”

– এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পারন করতে হয় ।


গীতা মাহাত্ম্যে উল্লেখ আছে-


”যোহধীতে বিষ্ণুপর্বাহে গীতাং শ্রীহরিবাসরে।

স্বপন জাগ্রৎ চলন তিষ্ঠন শত্রুভির্ন স হীয়তে।।”

অর্থাৎঃ শ্রী বিষ্ণুর পর্বদিনে, একাদশীজন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন , তিনি চলুন বা দাড়িয়ে থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন বা যে অবস্থায়ই থাকুন না কেন শত্রু কখনো তার কোন ক্ষতি করতে পারেনা ।


আরো জানুন :

সফলা একাদশীর মাহাত্ম্য

হিন্দুরা কেন মৃতদেহ পুড়িয়ে ফেলে ?

রামায়ণের শ্রেষ্ঠ ১০ জন যোদ্ধা ! রামায়ণের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা কে ছিলেন ?

রথী ও মহারথীর মধ্যে পার্থক্য

শ্রাদ্ধ কি ? কেন করা হয় ?

অশৌচ কি ? কত প্রকার ? কেন পালন করা হয় ?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top