রথী ও মহারথীর মধ্যে পার্থক্য

0
রথী ও মহারথীর মধ্যে পার্থক্য

রথী, অতিরথী ও মহারথীর সংজ্ঞা ও পরিচয়

রথী

৫,০০০ (পাঁচ হাজার) সন্মুখসমরে ধনুবানের যুদ্ধে সম্মুখীন হতে সমর্থ সেনাকে রথী বলা হয় ।

অতিরথী

১২ রথী অর্থাৎ (৫০০০ × ১২) বা ৬০,০০০ (ষাট হাজার সেনার বিপক্ষে যুদ্ধ করতে পারঙ্গম যােদ্ধাকে অতিরথী বলে ।

মহারথী

১২ অতিরথী অর্থাৎ (৬০,০০০ × ১২) বা ৭,২০,০০০ (সাত লক্ষ বিশ হাজার) সেনার বিরুদ্ধে যুদ্ধে পারঙ্গম যােদ্ধাকে বলে মহারথী ।

কুরুপক্ষীয় রথীবৃন্দ

রথী

সুদক্ষিণা (কম্বােজের রাজা), শকুনী, জয়দ্রথ (সিন্ধুর রাজা), দুর্যোধন (৮ রথীর বিরুদ্ধে পারঙ্গম যােদ্ধা), দুর্যোধনের আর ৯৯ ভাই ।

অতিরথী

কৃতবর্ম (ভােজ-প্রধান), শল্য, ভূরিশ্রবা, কৃপাচার্য ।

মহারথী

অলম্বুশ (রাক্ষসরাজ), ভগদত্ত (প্রাগজ্যোতিষপুরের রাজা), বৃষসেন (কর্ণপুত্র), অশ্বত্থামা, দ্রোণ (২ মহারথীর তুল্য), কর্ণ (২ মহারথীর তুল্য), ভীষ্ম (২ মহারথীর তুল্য) ।


পাণ্ডবপক্ষীয় রথীবৃন্দ

রথী

উত্তমৌজা, শিখণ্ডী, যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম (৮ রথীর সমতুল্য) ।

অতিরথী

সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, কুন্তীভােজ ও ঘটোৎকচ ।

মহারথী

অভিমন্যু (২ মহারথীর সমান), অর্জুন (২ মহারথীর সমান), বিরাট রাজা, দ্রুপদ, ধৃষ্টকেতু ও দ্রৌপদীর পুত্রগণ ।

© ত্রিনয়না

আরও পড়ুন :

বিশ্বব্যাপী শীর্ষ ১০ সেলিব্রিটি যারা হিন্দুধর্ম গ্রহণ করেছেন

ঈশ্বর ও ভগবানের মধ্যে পার্থক্য

হিন্দু ধর্মের বাণী

পুরোহিত এবং ব্রাহ্মণের মধ্যে পার্থক্য

ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ জীবনী

নবী মুহাম্মদের চাচা কর্তৃক মহাদেবের স্তব

হিন্দুরা কেন গোমাংস ভক্ষণ করে না

হিন্দুধর্মীয় pdf বই ডাউনলোড করুন

নমস্কার কেন করা হয় ?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top