রথী, অতিরথী ও মহারথীর সংজ্ঞা ও পরিচয়
রথী
৫,০০০ (পাঁচ হাজার) সন্মুখসমরে ধনুবানের যুদ্ধে সম্মুখীন হতে সমর্থ সেনাকে রথী বলা হয় ।
অতিরথী
১২ রথী অর্থাৎ (৫০০০ × ১২) বা ৬০,০০০ (ষাট হাজার সেনার বিপক্ষে যুদ্ধ করতে পারঙ্গম যােদ্ধাকে অতিরথী বলে ।
মহারথী
১২ অতিরথী অর্থাৎ (৬০,০০০ × ১২) বা ৭,২০,০০০ (সাত লক্ষ বিশ হাজার) সেনার বিরুদ্ধে যুদ্ধে পারঙ্গম যােদ্ধাকে বলে মহারথী ।
কুরুপক্ষীয় রথীবৃন্দ
রথী
সুদক্ষিণা (কম্বােজের রাজা), শকুনী, জয়দ্রথ (সিন্ধুর রাজা), দুর্যোধন (৮ রথীর বিরুদ্ধে পারঙ্গম যােদ্ধা), দুর্যোধনের আর ৯৯ ভাই ।
অতিরথী
কৃতবর্ম (ভােজ-প্রধান), শল্য, ভূরিশ্রবা, কৃপাচার্য ।
মহারথী
অলম্বুশ (রাক্ষসরাজ), ভগদত্ত (প্রাগজ্যোতিষপুরের রাজা), বৃষসেন (কর্ণপুত্র), অশ্বত্থামা, দ্রোণ (২ মহারথীর তুল্য), কর্ণ (২ মহারথীর তুল্য), ভীষ্ম (২ মহারথীর তুল্য) ।
পাণ্ডবপক্ষীয় রথীবৃন্দ
রথী
উত্তমৌজা, শিখণ্ডী, যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম (৮ রথীর সমতুল্য) ।
অতিরথী
সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, কুন্তীভােজ ও ঘটোৎকচ ।
মহারথী
অভিমন্যু (২ মহারথীর সমান), অর্জুন (২ মহারথীর সমান), বিরাট রাজা, দ্রুপদ, ধৃষ্টকেতু ও দ্রৌপদীর পুত্রগণ ।
© ত্রিনয়না
আরও পড়ুন :
বিশ্বব্যাপী শীর্ষ ১০ সেলিব্রিটি যারা হিন্দুধর্ম গ্রহণ করেছেন
ঈশ্বর ও ভগবানের মধ্যে পার্থক্য
পুরোহিত এবং ব্রাহ্মণের মধ্যে পার্থক্য
ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ জীবনী
নবী মুহাম্মদের চাচা কর্তৃক মহাদেবের স্তব
হিন্দুরা কেন গোমাংস ভক্ষণ করে না