জন্মাষ্টমীর পারণ মন্ত্র

0
জন্মাষ্টমীর পারণ মন্ত্র

জন্মাষ্টমীর পারণ মন্ত্র

আসুন আজকে ভগবান কৃষ্ণের জন্মাষ্টমীর পারণ মন্ত্র জেনে নেই ।

জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন।"

এখানে: একাদশীর পারণ মন্ত্র জেনে নিন

জন্মাষ্টমীর পারণ মন্ত্র :

পারণ আরম্ভের মন্ত্র: "সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ।"

পারণ শেষে: "ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ।"


জন্মাষ্টমী পালন করবেন যেভাবে

1. আগের দিন শুক্র বার রাত ১২ টার আগে অন্ন প্রসাদ পাবেন। ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাতে হবে ।

2. পরের দিন শনিবার সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ । উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবন, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন,অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে ।

3. আর যাদের উপবাস পালনে সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর ১২ টার পরে, কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে, একটু দুধ, বা ফল খেতে পারবেন ।

4. পরের দিন সকালে স্নান করা শেষে ৭-৮ মধ্যে কৃষ্ণ প্রসাদ দিয়ে পারন করবেন ।

আরো জানুন :

সরস্বতী পূজার আগে কুল বা বরই খাওয়া বারণ কেন ?

হিন্দুরা কেন প্রতিমা বিসর্জন দিয়ে দেয় ?

বিজয়া একাদশী মাহাত্ম্য

সরস্বতী পূজা পদ্ধতি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top