হিন্দুধর্মে দেব-দেবীদের পূজা করা হয় কেন ?
বেদ হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ । বেদ ঈশ্বর প্রদত্ত বাণী, এজন্য বেদকে অপৌরুষেয় বলা হয়ে থাকে । বেদে ঈশ্বর বলেছেন : "একোহং বহুস্যাম" অর্থাৎ আমি এক আছি, বহু হব ।
* হিন্দু বিবাহ সম্পর্কিত কিছু তথ্য
এ থেকেই ঈশ্বর প্রথমত দ্বিধাবিভক্ত হয়ে অর্থাৎ সৃষ্টিশক্তিকে আলাদা করে তার ইচ্ছাশক্তিকে প্রকৃতিতে আরোপ করে সৃষ্টি আরম্ভ করলেন । এছাড়া সৃষ্টির মাধ্যমেই সৃষ্টিতে তিনি পরমাত্মারূপে বিরাজিত হলেন । প্রতিটি সৃষ্টির মধ্যে একটি জীবাত্মা ও একটি পরমাত্মা রয়েছে । পরমাত্মা নিষ্ক্রিয় দর্শক হয়ে অবস্থান করেন আর জীবাত্মা দেহধারণ করে তার সাহায্যে সৃষ্টির বৈচিত্র্য রক্ষা করেন । এভাবেই সনাতন ধর্মে সষ্টির বর্ণনা করা হয়েছে । এতে দেখা যাচ্ছে যে, এক ঈশ্বরই বহু হয়ে বহুরূপে বিরাজমান । এ দৃষ্টি আর্য ঋষিদের তপস্যালব্ধ । তারাই ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করে উপনিষদের মাধ্যমে তা আমাদের জানিয়েছেন । সুতরাং সনাতন ধর্মাবলম্বীগণ একই পরমশক্তির বিকাশ এই সৃষ্টি-- এটা জেনেই ঈশ্বরের উপাসনা করে মুক্তি লাভ করার চেষ্টা করেন ।