বইয়ের নাম : কৃষ্ণচরিত্র
লেখক : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সম্পাদক : শ্রীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
সংস্করণ : দ্বিতীয় সংস্করণ
ফরম্যাট : pdf
Size : 11.35 MB
কৃষ্ণচরিত্র গ্রন্থটি সম্পর্কে বঙ্কিমচন্দ্রের কিছু কথা
এ গ্রন্থে ইউরােপীয় পণ্ডিতদিগের মত অনেক স্থলেই অগ্রাহ্য করিয়াছি, কিন্তু তাঁহাদের নিকট সন্ধান ও সাহায্য পাইয়াছি এমত নহে । Wilson, Goldstucker, Weber, Muir-ইহাদিগের নিকট আমি ঋণ স্বীকার করিতে বাধ্য । দেশী লেখকদিগের মধ্যে আমাদের দেশের মুখােজ্জ্বলকারী শ্রীযুক্ত রমেশচন্দ্র দত্ত, C.I.E. শ্রীযুক্ত সত্যব্রত সামশ্রমী, এবং মৃত মহাত্মা অক্ষয়কুমার দত্তের নিকট আমি বাধ্য । অক্ষয় বাবু উত্তম সংগ্রহকার । সর্বাপেক্ষা আমার ঋণ মৃত মহাত্মা কালীপ্রসন্ন সিংহের নিকট গুরুতর । যেখানে মহাভারত হইতে উদ্ধৃত করিবার প্রয়ােজন হইয়াছে, আমি তাঁহার অনুবাদ উদ্ধৃত করিয়াছি । প্রয়ােজনমতে মূলের সঙ্গে অনুবাদ মিলাইয়াছি । যে দুই এক স্থানে মারাত্মক ভ্রম আছে বুঝিয়াছি, সেখানে নােট করিয়া দিয়াছি । প্রয়ােজনানুসারে, স্থানবিশেষে ভিন্ন, গ্রন্থের কলেবরবৃদ্ধি ভয়ে মহাভারতের মূল সংস্কৃত করি নাই । হরিবংশ ও পুরাণ হইতে যাহা উদ্ধৃত করিয়াছি, মূল উদ্ধৃত করিয়াছি, এবং তাহার অনুবাদের দায় দোষ আমার নিজের । পরিশেষে বক্তব্য কৃষ্ণের ঈশ্বরত্ব প্রতিপন্ন করা এ গ্রন্থের উদ্দেশ্য নহে । তাঁহার মানবচরিত্র সমালােচন করাই আমার উদ্দেশ্য । আমি নিজে তাঁহার ঈশ্বরত্বে বিশ্বাস করি;-সে বিশ্বাসও আমি লুকাই নাই । কিন্তু পাঠককে সেই মতাবলম্বী করিবার জন্য কোন যত্ন পাই নাই ।
---- শ্রীবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়