মাঙ্গলিক দোষ কাটানোর উপায়! জানুন মাঙ্গলিক দোষ এর প্রতিকার

1

মাঙ্গলিক দোষ কাটানোর উপায় | জানুন মাঙ্গলিক দোষ এর প্রতিকার


Table of Content (toc)

ইতিমধ্যেই আমি মাঙ্গলিক সম্পর্কে বিস্তারিতভাবে একটি পোস্ট করেছি যা থেকে আপনি মাঙ্গলিক দোষ কি, মাঙ্গলিক দোষ কেন হয়, মাঙ্গলিক অর্থ কি এই সব প্রশ্নের উত্তর পাবেন ।

মাঙ্গলিক দোষ কি? মাঙ্গলিক দোষ কেন হয়? জানুন বিস্তারিত

আজ আমি মাঙ্গলিক দোষ কিভাবে কাটানো বা প্রতিকার করা যায়, তাই নিয়ে আলোচনা করব ।

মাঙ্গলিক দোষ খন্ডন হবার সময়

প্রায় ২৮ বছর পরে জাতকের মাঙ্গলিক দোষ কেটে যায় । এছাড়াও নিন্মলিখিতভাবেও মঙ্গলদোষ কাটে ।

১. মেষ রাশির মঙ্গল লগ্নে থাকলে, বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে থাকলে, মকর রাশির সপ্তম ঘরে থাকলে, কর্কট রাশির অষ্টম ঘরে থাকলে ও ধনুরাশির দ্বাদশ ঘরে থাকলে মাঙ্গলিক দোষ খন্ডন হয়ে যায় ।

২. বর-বধূর জন্মকুন্ডলী মিলানোর সময় ১, ৪, ৭, ৮, ১২ ঘরে শনি স্থিত হলে মাঙ্গলিক দোষ কেটে যায় ।

৩. কুন্ডলীর দ্বিতীয় ঘরে চন্দ্র + শুক্রের জুটি হলে, কেন্দ্রে চন্দ্র + মঙ্গল এর জুটি হলে অথবা বৃহস্পতি মঙ্গলকে পূর্ণ দৃষ্টিতে দেখলে মঙ্গলদোষ নাশ হয় ।

৪. মেষ বা বৃশ্চিক রাশির মঙ্গল চতুর্থ ঘরে, কর্কট বা মকরের মঙ্গল সপ্তম ঘরে এবং মীনের অষ্টম ঘরে ও মেষ বা কর্কটের মঙ্গল ব্যয়ের ঘরে স্থিত হলে ।

৫. বর-কন্যা যেকোন একজনের কুন্ডলীতে মাঙ্গলিক যোগ থাকলে এবং দ্বিতীয়ের কুন্ডলীতে মঙ্গল কারক ভাবে কোন পাপ গ্রহের সঙ্গে অবস্থান করলে মাঙ্গলিক দোষ থাকে না ।

দ্বাদশ লগ্নে মাঙ্গলিক দোষ নিবারণের উপায় বা টোটকা


মেষ লগ্নের মাঙ্গলিক ও এর সাধারণ প্রতিকার

মেষ লগ্নের মাঙ্গলিক হলে নিম্নলিখিত উপায়ে সুখকর জীবনযাপন করতে পারে ।

  • নিজের কাছে একটা লাল রুমাল রাখতে হবে ।
  • রূপার তাবিজ ধারণ করতে হবে ।
  • দক্ষিণে দরজা আছে এমন ঘরে বাস করবে না ।
  • কোন কুমারী কন্যাকে মিষ্টি খাওয়াতে হবে ।
  • তামা বা সোনার আংটিতে সাড়ে পাঁচরতি মুঁগা লাগিয়ে ধারণ করলে ।


বৃষ লগ্নের মাঙ্গলিক ও এর সাধারণ প্রতিকার

যদি বৃষ লগ্নের জাতক মাঙ্গলিক হয় তবে তার দোষ কাটাবার জন্য নিম্নলিখিত উপায় করতে হবে ।

  • লাল রুমাল সর্বদা নিজের কাছে রাখতে হবে ।
  • শুদ্ধ হয়ে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করতে হবে ।
  • মদ, মাংস ও ডিম খাওয়া যাবে না ।
  • সিদ্ধ মঙ্গলযন্ত্র ধারণ করতে হবে ।
  • তামা বা সোনার আংটিতে সাড়ে পাঁচরতি মুঁগা লাগিয়ে মঙ্গলবার ধারণ করতে হবে ।

মিথুন লগ্নের মাঙ্গলিক ও এর সাধারণ প্রতিকার

মিথুন লগ্নের মাঙ্গলিক হলে নিম্নলিখিত উপায় অবলম্বন করতে হবে ।

  • মধু ও সিন্দুর বা প্রবাহমানা নালায় ঢালতে হবে ।
  • মঙ্গলবার দিন হনুমানজীর পূজা-অর্চনা করতে হবে ।
  • সিদ্ধ মঙ্গল যন্ত্র ধারণ করতে হবে ।
  • নিজের চরিত্র ঠিক রাখতে হবে ।
  • দক্ষিণ দিকে দরজা আছে এমন ঘরে থাকবে না ।


সিংহ লগ্নের মাঙ্গলিক ও এর সাধারণ প্রতিকার

জাতক যদি সিংহ লগ্নের মাঙ্গলিক হয় তবে তা নিম্নলিখিত উপায়ে নিবারণ করা যাবে ।

  • সর্বদা লাল রুমাল নিজের সাথে রাখবে ।
  • মায়ের সেবা করবে ।
  • তামা বা সোনার আংটিতে রত্ন ধারণ করবে ।
  • ঘরের উঠোনে নিমগাছ লাগাতে হবে ।
  • হাতীর দাতের কোন জিনিস বাড়িতে রাখবে না ।


কর্কট লগ্নের মাঙ্গলিক ও এর সাধারণ প্রতিকার

কর্কটলগ্নের জাতক মাঙ্গলিক হলে নিম্নলিখিত উপায়ে তা দূর করা যাবে ।

  • রোজ হনুমান চালিশা পাঠ করতে হবে ।
  • তিন ধাতুর আংটি ধারণ করবে ।
  • ৪০০ গ্রাম চাল দুধে ধুয়ে ১৪ দিন নদীতে প্রবাহিত করতে হবে ।
  • সিদ্ধ মঙ্গল যন্ত্র ধারণ করতে হবে ।


কন্যা লগ্নের মাঙ্গলিক ও এর সাধারণ প্রতিকার

কন্যা লগ্নের জাতক যদি মাঙ্গলিক হয় তবে নিম্নলিখিত উপায় অবলম্বন করতে হবে ।

  • মধু ও সিন্দুর প্রবাহমান জলে ভাসাতে হবে ।
  • চাল দান করবে । মোটকথা দানশীল হতে হবে ।
  • হাতীর দাতের তৈরি কোন বস্তু ঘরে রাখবে না ।
  • জাতকের স্ত্রী লাল রঙ্গের চুরি পরবে ।
  • দক্ষিণ দরজাওয়ালা ঘরে থাকবে না ।
  • সিদ্ধ মঙ্গল যন্ত্র ধারণ করতে হবে ।


তুলা লগ্নের মাঙ্গলিক ও এর সাধারণ প্রতিকার

তুলা লগ্নের মাঙ্গলিক হলে নিম্নভাবে সে দোষ খন্ডন করা যাবে ।

  • প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করতে হবে ।
  • অবিবাহিতা কন্যাকে মিঠাই ভোজন করাবে ।
  • রূপার তাবিজে লোহার মুখ তৈরি করে তা ধারণ করতে হবে ।
  • মঙ্গলবারদিন শ্রী হনুমানের পূজা করতে হবে ।


ধনু লগ্নের মাঙ্গলিক ও এর সাধারণ প্রতিকার

এই লগ্নের জাতক তার মাঙ্গলিক দোষ নিবারণের জন্য নিম্নলিখিত উপায় গ্রহণ করতে পারে ।

  • মঙ্গলবার উপবাস ব্রত করবে ।
  • বিশুদ্ধ নিরামিষাহার করবে ।
  • মদ, জুয়া থেকে দূরে থাকবে ।
  • দক্ষিণে দরজা আছে এমন ঘরে অবস্থান করবে না ।


বৃশ্চিক লগ্নের মাঙ্গলিক ও এর সাধারণ প্রতিকার

এই লগ্নের জাতক মাঙ্গলিক হলে নিম্নলিখিত উপায়ে তা খন্ডন করা যায় ।

  • সকালে উঠে মধু খেতে হবে  ।
  • তিন ধাতুর আংটি ধারণ করবে ।
  • হনুমান চালিশা নিয়মিত পাঠ করবে ।
  • দান গ্রহণ করবে না ।
  • সিদ্ধ মঙ্গল যন্ত্র ধারণ করবে ।

মকর লগ্নের মাঙ্গলিক ও এর সাধারণ প্রতিকার

মকর লগ্নের জাতক মাঙ্গলিক দোষ খন্ডনের জন্য নিচের পদ্ধতি অনুসরন করবে ।

  • হাতীর দাতের তৈরি কোন জিনিস ঘরে রাখবে না ।
  • সিদ্ধ মঙ্গল যন্ত্র ধারণ করবে  ।
  • কোন বিধবা স্ত্রীলোকের সেবা করবে ।
  • লাল বস্তু আপনার পক্ষে শুভ ।
  • মধু ও সিন্দুর সমুদ্রে ভাসিয়ে দেবে ।


কুম্ভ লগ্নের মাঙ্গলিক ও এর সাধারণ প্রতিকার

যদি জাতক কুম্ভ লগ্নের মাঙ্গলিক হয় তাহলে দোষ খন্ডনের জন্য তাকে নিচের পদ্ধতি অবলম্বন করতে হবে ।

  • দীন দুঃখীর সেবা করবে ।
  • কালো বা সাদা রঙ আপনার জন্য শুভ ।
  • হনুমান চালিশা পাঠ করতে হবে ।
  • মাটির পাত্রে সিদূঁর রেখে তা নদীতে ভাসিয়ে দিতে হবে ।

মীন লগ্নের মাঙ্গলিক ও এর সাধারণ প্রতিকার

মীন লগ্নের জাতক মাঙ্গলিক হলে নিম্নলিখিত উপায় অবলম্বন করতে পারে ।

  • জলে গুড় মিশিয়ে সূর্যকে অর্ঘ দেবে ।
  • মঙ্গলবার উপবাস ব্রত পালন করবে ।
  • সিদ্ধ মঙ্গল যন্ত্র ধারণ করবে ।
  • সকালে মধু সেবন করতে হবে ।
  • লাল রঙ আপনার জন্য শুভ । অর্থাৎ লাল রঙের রুমাল ব্যবহার করতে হবে ।
আরও পড়ুন :

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment
To Top