হিন্দু ধর্মের বাণী

5

হিন্দু ধর্মের বাণী

হিন্দু ধর্মের বাণী

১. যার দ্বেষ ও আসক্তি নেই, যার সুখ-দুঃখ এ দুইয়ের উপর বিরুদ্ধ ভাব নেই । তিনিই নিত্য সন্ন্যাসী,  তিনিই সংসার বন্ধন হতে মুক্তিলাভ করেন । --- শ্রীমদ্ভগবদগীতা


২. বন্ধু, মিত্র, শত্রু, মধ্যস্থ, দ্বেষ্য, সাধু ও পাপীতে যিনি সমজ্ঞানী, তিনিই শ্রেষ্ঠ । --- শ্রীমদ্ভগবদগীতা


৩. যিনি চঞ্চল, অলস, অবিনয়ী, মূঢ়, শঠ, ক্রুর, দুঃখী, দীর্ঘসূত্রী, তাকে তামসিক কর্তা বলে । --- শ্রীমদ্ভগবদগীতা

৪. এই জগতে জ্ঞানের তুল্য পবিত্র আর কিছুই নেই । --- শ্রীমদভগবদগীতা


৫. সত্যজ্ঞানী তিনিই যিনি জানেন প্রভু এক ও অদ্বিতীয় । তিনি সর্বশক্তিমান এবং সব বিষয়ে একক ক্ষমতার অধিকারী । প্রাণ ও নিষ্প্রানের সব কিছুই তার নখদর্পনে । সকল ক্ষমতার কেন্দ্র তিনি একক ও অনন্য । ---অথর্ববেদ ১৩.৫.১৪-২১


৬. ব্রহ্মের সাথে এক হয়ে যাওয়াই পরিপূর্ণ স্বাধীনতা । --- অথর্ববেদ ১৫.১৭.১০


৭. জীবনের প্রতিটি স্তরে অনিয়ন্ত্রিত রাগ-ক্রোধ থেকে দূরে থেকো । --- সামবেদ ৩০৭


৮. নিজের শত্রুকে বিনাশে সক্ষম এমন উপদেশাবলীর প্রতি মনযোগী হও । --- যজুর্বেদ ৬.১৯

৯. চন্দ্র তাঁর সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফশুন্য হয়ে পড়তে পারে, সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয়না । --- শ্রীরামচন্দ্র


১০. যদিও লঙ্কা ধন সম্পদে পরিপূর্ণ তথাপি হে লক্ষন, এখানে আমার শান্তি লাভ হচ্ছেনা, সব সময় মনে রাখবে, জননী ও জন্মভুমি স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ । --- শ্রীরামচন্দ্র


১১. চরিত্রের পরীক্ষা তখনই হয়, যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয় । --- মহাভারত


১২. হৃদয়বানের কোন ক্রোধ নেই । --- ভগবান শ্রীকৃষ্ণ


১৩. সর্বদা সুখই পাবেন, এটা কখনো সম্ভব নয় । --- মহর্ষি বাল্মীকি


১৪. যে বস্তু মানুষ সহজেই লাভ করতে পারে, সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না । --- মহাভারত

১৫. কর্ম করে যাও, ফলের আশা করো না । সেটি তো ঈশ্বরের হাতে । --- শ্রীমদভগবদগীতা


১৬. নেত্রদ্বারা যাকে দেখা যায় না কিন্তু লোকে নেত্রের বিষয় সমূহ যার দ্বারা দর্শন করে তুমি তাকেই ব্রহ্ম বলে জেনো --- উপনিষদ


১৭. যিনি বাক্য দ্বারা প্রকাশিত হন না, কিন্ত যার দ্বারা বাক্য প্রকাশিত হয় তুমি তাকেই ব্রহ্ম বলে জেনো --- উপনিষদ

Post a Comment

5 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. গীতা থেকে আরো কিছু বাণী উদ্ধৃত করলে ভালো হতো

    ReplyDelete
  2. হরে কৃষ্ণ

    ReplyDelete
Post a Comment
To Top