হিন্দু ধর্মের বাণী

6

হিন্দু ধর্মের বাণী

হিন্দু ধর্মের বাণী

১. যার দ্বেষ ও আসক্তি নেই, যার সুখ-দুঃখ এ দুইয়ের উপর বিরুদ্ধ ভাব নেই । তিনিই নিত্য সন্ন্যাসী,  তিনিই সংসার বন্ধন হতে মুক্তিলাভ করেন । --- শ্রীমদ্ভগবদগীতা


২. বন্ধু, মিত্র, শত্রু, মধ্যস্থ, দ্বেষ্য, সাধু ও পাপীতে যিনি সমজ্ঞানী, তিনিই শ্রেষ্ঠ । --- শ্রীমদ্ভগবদগীতা


৩. যিনি চঞ্চল, অলস, অবিনয়ী, মূঢ়, শঠ, ক্রুর, দুঃখী, দীর্ঘসূত্রী, তাকে তামসিক কর্তা বলে । --- শ্রীমদ্ভগবদগীতা

৪. এই জগতে জ্ঞানের তুল্য পবিত্র আর কিছুই নেই । --- শ্রীমদভগবদগীতা


৫. সত্যজ্ঞানী তিনিই যিনি জানেন প্রভু এক ও অদ্বিতীয় । তিনি সর্বশক্তিমান এবং সব বিষয়ে একক ক্ষমতার অধিকারী । প্রাণ ও নিষ্প্রানের সব কিছুই তার নখদর্পনে । সকল ক্ষমতার কেন্দ্র তিনি একক ও অনন্য । ---অথর্ববেদ ১৩.৫.১৪-২১


৬. ব্রহ্মের সাথে এক হয়ে যাওয়াই পরিপূর্ণ স্বাধীনতা । --- অথর্ববেদ ১৫.১৭.১০


৭. জীবনের প্রতিটি স্তরে অনিয়ন্ত্রিত রাগ-ক্রোধ থেকে দূরে থেকো । --- সামবেদ ৩০৭


৮. নিজের শত্রুকে বিনাশে সক্ষম এমন উপদেশাবলীর প্রতি মনযোগী হও । --- যজুর্বেদ ৬.১৯

৯. চন্দ্র তাঁর সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফশুন্য হয়ে পড়তে পারে, সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয়না । --- শ্রীরামচন্দ্র


১০. যদিও লঙ্কা ধন সম্পদে পরিপূর্ণ তথাপি হে লক্ষন, এখানে আমার শান্তি লাভ হচ্ছেনা, সব সময় মনে রাখবে, জননী ও জন্মভুমি স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ । --- শ্রীরামচন্দ্র


১১. চরিত্রের পরীক্ষা তখনই হয়, যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয় । --- মহাভারত


১২. হৃদয়বানের কোন ক্রোধ নেই । --- ভগবান শ্রীকৃষ্ণ


১৩. সর্বদা সুখই পাবেন, এটা কখনো সম্ভব নয় । --- মহর্ষি বাল্মীকি


১৪. যে বস্তু মানুষ সহজেই লাভ করতে পারে, সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না । --- মহাভারত

১৫. কর্ম করে যাও, ফলের আশা করো না । সেটি তো ঈশ্বরের হাতে । --- শ্রীমদভগবদগীতা


১৬. নেত্রদ্বারা যাকে দেখা যায় না কিন্তু লোকে নেত্রের বিষয় সমূহ যার দ্বারা দর্শন করে তুমি তাকেই ব্রহ্ম বলে জেনো --- উপনিষদ


১৭. যিনি বাক্য দ্বারা প্রকাশিত হন না, কিন্ত যার দ্বারা বাক্য প্রকাশিত হয় তুমি তাকেই ব্রহ্ম বলে জেনো --- উপনিষদ

Post a Comment

6 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. গীতা থেকে আরো কিছু বাণী উদ্ধৃত করলে ভালো হতো

    ReplyDelete
  2. হরে কৃষ্ণ

    ReplyDelete
  3. হরে কৃষ্ণ

    ReplyDelete
Post a Comment
To Top