সম্পূর্ণ হিন্দুশাস্ত্রমতে সৃষ্টির কাল গণনা
সৃষ্টির প্রাচীনত্ব হিন্দু পুরােহিত যে কোন যাগ যজ্ঞ বা পূজা অর্চনার সময় যে সংকল্প বাক্য পাঠ করেন তা থেকেই এর হিসাব পাওয়া যায় । সংকল্প বাক্যটি হল “ অদ্য ব্ৰহ্মননা দ্বিতীয় পরাদ্ধে শ্বেতবারাহ করে সপ্তমে বৈবস্বত মন্বন্তরে অষ্ট বিংগতিতম কলিযুগে কলি প্রথম চরনে ৫১০৯ গতাব্দে । ” ( এর পর যজ্ঞের স্থান , যদ্ধ মান পরিচিতি ইত্যাদি ) তাহলে আমরা পেরিয়ে এসেছি :
১ পরার্দ্ধ = ১৫৫৫২০০০০০০০০০০ বছর
৬ টি মন্বন্তর = ১৮৫০৬৮০০০ বছর
বর্তমানের ২৮ কলিযুগ আগে
সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগ
মিলিয়ে ২৭ মহাযুগ =১১৬৬৪০০০০ বছর
বর্তমান কলিযুগ আসার আগে
১ সত্য যুগ = ১৭২৮০০০ বছর
১ ত্রেতাযুগ = ১২৯৬০০০ বছর
১ দ্বাপরযুগ = ৮৬৪০০০ বছর
বর্তমান কলিযুগ = ৫১০৯ বছর
মোট = ১৫৫৫২১৯৭১২২১১০৯ বছর
Hare Krishna
ReplyDelete