হিন্দুধর্মে কেন গরুকে মাতা বলা হয়েছে

0

হিন্দুধর্মে কেন গরুকে মাতা বলা হয়েছে ?


সনাতন ধর্মে ৭ ধরনের মাতার উল্লেখ আছে । যেমন:

১. বেদমাতা
২, ধরণী মাতা
৩, ব্রাহ্মণ মাতা
৪. গুরুদেবের মাতা
৫. গােমাতা
৬, নিজের আপন মাতা
৭. রাণী মাতা


হিন্দুধর্মে কেন গরুকে মাতা বলা হয়েছে

আমরা জন্মের পরে জন্মদাত্রী মায়ের দুধ পান করি । কি তার মাংস কি ভক্ষণ করতে পারি ? কখনােই না । ঠিক তেমনি একটি শিশু মায়ের দুধের বিকল্প গরুর দুধ খেয়ে বাঁচতে পারে । তাই গরুকে মাতার সম্মান দেওয়া হয় । বলা হয়েছে; গরুর মল মূত্র, ক্ষীর, দধি, ঘৃত ও রােচণা পরম পবিত্র ও বহুগুণ যুক্ত । এই পাঁচটি পদার্থকে একত্রে পঞ্চগভ্য বলে । হিন্দুদের প্রায় প্রতিটা নিত্য কর্ম, বেদোক্ত মনে শিশুর জন্ম, যৌবনে বিবাহ কিংবা মৃতের আদ্যশ্রাদ্ধে ও সপিন্ডকরণে গরু ও গরুর হতে উৎপনড়ব পঞ্চগভ্য প্রয়ােজন হয় ।

এছাড়া বিষ্ণুপুরাণে গরু হিন্দুধর্মের একটি বিশেষ অবস্থান দখল করে আছে । বলা হয়ে থাকে ভগবান বিষ্ণুর বাহন গােমাতা (গাভী) । অন্যদিকে শিবের বাহন বৃষ ও (ষাঁড়) । শাস্ত্রীয় মতে, দুগ্ধবতী গাভী কে মাথা মনে করা হয়:- 'মাতারঃ সর্বভ,তানং গাবঃ সর্বসূখপ্রদাঃ' । অর্থাৎ সর্বভুতের মাথা বলা হয় ।
চৈতন্যদেব গরু বিষয়ে বলেন, ‘গাে দুগ্ধ খাও তাই গাভী তব মাতা, বৃষ অন্য উপজায় তাহে তেহ পিতা' । গরুকে মাতা বলা হয়ে থাকে কেননা গরুর দুধ মাতৃদুগ্ধের পরিপূরক । অর্থাৎ অকালে মাতৃহীন মানব শিশুর জীবন রক্ষায় গরুর দুধের বিকল্প বা সমকক্ষ কিছুই নেই ।
ব্রহ্মপুরাণে বলা হয় : গরুকে প্রদক্ষিণ করলে সপ্তদীপা পৃথিবীতে ভ্রমণের ফল হয় । তাই সনাতন ধর্মে গরুকে মাতার সম্মান দেওয়া হয়েছে । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top