জানুন আপনার রাশি অনুযায়ী আপনি কেমন মানুষ!!!
মেষ রাশি
যে জাতক মেষরাশিতে জন্মায় সে জীবনে সুখ ও সফলতা পাবার জন্য সদা প্রযত্নশীল থাকেন । রাজনীতি, সত্তা ও ব্যবসায়ে ইনি বিশেষরূপে সফল হন এবং নাম যশ হয় । নিজের উগ্রমেজাজ দমন করা উচিৎ ।
পেটের গন্ডগোল, রক্তচাপ, মলদ্বারের রোগ এর প্রায়ই হতে পারে । এর থেকে রক্ষা পাবার জন্য এই জাতকের তিনমুখী রুদ্রাক্ষ বাদে অন্য যে কোন রুদ্রাক্ষ ধারণ করা অবশ্য কর্তব্য । এর ফলে এর উগ্রমেজাজেরও দমন হবে ।
বৃষরাশি
বৃষরাশির জাতক পরিশ্রমী ও ধৈর্যবান হয় । ইনি খুব চিন্তা ভাবনা করে কাজ করেন এবং ভবিষ্যৎ গড়েন । ইনি নিজের কার্যপদ্ধতি ও কর্তব্য কর্মকে গোপন রাখেন । ইনি নিশ্চিতরূপে সফল হন । বুদ্ধিমান/বুদ্ধিমতী হবার জন্য কোনরূপ বাধাই এর সফলতার পথে কাঁটা হয়ে দাঁড়ায় না । বিপদকালে ইনি মাথা ঠান্ডা রেখে সব কাজ করে থাকেন ।
এর মনের কথা সহজেই কেউ জানতে পারে না । ইনি সাধারণতঃ প্রাচীনপন্থী । নিজ গুণ ও নিয়মানুবর্তিতার জন্য এর আর্থিক সংকট থাকে না । মাদক দ্রব্য থেকে দূরে অবস্থান করা উচিৎ ।
মিথুন রাশি
পরিবর্তন ও গতিশীলতা এই জাতকের স্বাভাবিক গুণ । এর বিচার প্রতিমুহূর্তে বদলায় । পরিশ্রমী ও উদ্যমী হওয়া স্বত্তেও কোন বিষয়ে একাগ্রতা না থাকার কারণে একে প্রায়ই কষ্টভোগ করতে হয় । এর যোগ্যতা ও বাকপটুতা অধিক পরিমাণে থাকে । এর দ্বারা কোন ব্যবসা হবে না । এর দাম্পত্য জীবন সুখের হয় । খারাপ মহিলার সংস্পর্শ থেকে একে দূরে থাকতে হবে ।
কর্কট রাশি
এই রাশির জাতক সর্বদা চঞ্চল ও অস্থির । এই জাতক সবাইকে সন্তুষ্ট রাখতে চায় । অপরের কথা না শুনে এর উচিৎ নিজের মানসিক শান্তি লাভের চেষ্টা করা । এই জাতক নিজের কাজে পারদর্শী হয় ও সফলতা লাভ করে । কখনো কখনো এই জাতক অনেক আশ্চর্যজনক কাজ করে দেখাতে পারে । সাধারনতঃ এর রোগ ভোগ কমই হয় ।
সিংহ রাশি
এই জাতক সর্বদা উচ্চপদে আসীন হতে ইচ্ছুক থাকে এবং সেই অনুযায়ী পথ বানিয়ে চলতে চায় । এর আত্মবিশ্বাস খুব বেশি মাত্রায় থাকে । তার ফলে অল্প সময়েই এ সফলতা লাভ করে । এই জাতক নিজের লক্ষে অটুট ও জেদী হয় । নিজের মান-সম্মান সম্পর্কে এ একটু বেশিই সজাগ থাকে । অপরের আশ্রয়ে বা অধীনে থাকা এই জাতকের পছন্দের তালিকায় পড়ে না ।
এ চাটুকারিতা ও খোশামুদি খুব পছন্দ করে । এর স্বভাব উগ্র হবার দরুন চলার পথে অনেক বাধা আসে । ব্যবসা রাজনীতিতে এর আগ্রহ আছে । বিপদের সময়েও এ ধৈর্য ধরে থাকে । এর প্রায়ই পেটের গন্ডগোল হয় ।
কন্যা রাশি
এই রাশির জাতক চতুর ও নিষ্ঠাবান হয় । অর্থ জমানোর প্রতি আগ্রহী হয় । এই জাতক স্ফূর্তিবাজ, নিজের কাজ হাসিল করতে সিদ্ধহস্ত এবং সর্বদা মাথা ঠিক রেখে কাজ করতে পারে । এই জাতক সময় ও পরিবেশ অনুযায়ী নিজেকে মানাতে পারে । উগ্রতা, ক্রোধ ও অসংযমতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে । এ নির্জনে শান্তিপূর্বক কাজ করতে পছন্দ করে ।
এই জাতক অধ্যয়ন, বৈজ্ঞানিক অনুসন্ধান, আইনি পরামর্শদাতা ও ডাক্তারী পেশা থেকে অর্থ ও সুনাম পেতে পারে । এর পারিবারিক জীবন সুখের হয় ।
তুলারাশি
এই রাশির জাতক খুবই ন্যায়পরায়ণ হয় এবং প্রতিটি ক্ষেত্রে খুবই ভাবনা চিন্তা করে এগোয় । এই জাতক সৌন্দর্যপ্রিয়, শান্তিপ্রিয় এবং গম্ভীর স্বভাবের হয় । ব্যবসার দিকে এর যথেষ্ট আগ্রহ থাকে এই জাতক স্বভাবতই দয়ালু, পরোপকারী ও পবিত্র হয় । নিজের মান-সম্মান ও সুখসুবিধা সম্পর্কে এ সদা সতর্ক থাকে । এ কথায় পটু, কাজে দৃঢ় হয় । এ সর্বদা বাজেট অনুযায়ী চলে । এর জীবনে নিরাশার স্থান নেই । এই জাতকের অসাধারণ দূরদর্শিতা থাকে ।
ব্যবসায়ী, শিক্ষক, নেতা, সামাজিক কার্যকর্তা, বিচারপতি, কোন সংস্থার প্রধান হিসেবে এই জাতক বিশেষ সফলতা লাভ করতে পারে । এ আবেগতাড়িত হয় না । এই জাতক সব কাজই কল্পনায় নয় বাস্তবে করে দেখায় । এই রাশির জাতককে ঠকানো, মূর্খ বানানো বা নিজের আয়ত্তে এনে যা খুশী করানো সম্ভব নয় ।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক খুবই কল্পনাপ্রবণ এবং অত্যন্ত বুদ্ধিমান হয় । এ কঠোর সংগ্রাম করে চলতে পারে । জীবনের শেষ দিন পর্যন্ত এই জাতক সংগ্রাম করে যায় । এ খুবই জেদী হয় এবং নিজের বুদ্ধিতে চলতে পছন্দ করে । এই জাতক কামুক প্রকৃতির হয় । এই জাতকের একাধিক যৌনসঙ্গী থাকে ।
নিজের ক্ষমতার দ্বারা এই জাতক জীবনে সফলতা পায় । প্রতিহিংসা চরিতার্থ করার বাসনা এর মধ্যে থাকে । শত্রুর উপর এ বারবার আঘাত হানে । দূর্ঘটনা, অর্থ, শক্তি, আক্রমণ, মোকদ্দমা ও শত্রুতা একে সবসময় ঘিরে থাকে ।
ধনুরাশি
এই রাশির জাতক আক্রমণাত্মক, উগ্র, সাহসী ও পরিশ্রমী হয় । বিদ্যা ও জ্ঞানার্জনে এ ইচ্ছুক থাকে । এরা শৌখিন মেজাজের হয় । এই জাতক ভবিষ্যৎ ও গতদিনের কথা ভাবে না । বর্তমান নিয়েই চিন্তা করে । এই ব্যক্তি বাড়িয়ে কথা বলতে ভালোবাসে । জীবনের মধ্যকালে এ উন্নতি লাভ করে । একে জীবনে অনেক দুঃখকষ্ট ভোগ করতে হয় ।
মকররাশি
এই জাতকের অপূর্ব সংগঠনশক্তি এবং অসীম সহ্যশক্তি থাকে । এ নিষ্ঠাবান ও বিশ্বাসী হয় । এই জাতক সাধারণতঃ প্রাচীনপন্থী হয় । জীবনে কোন বাধাকেই এই জাতক পরোয়া করে না ।
এ নির্জনতা ভালোবাসে, অনুশাসনপ্রিয় হয় এবং তৈলমর্দন পছন্দ করে না । এর সাথে কথা বলে কেও জিততে পারে না । এর জীবনের শেষদিন পর্যন্ত সুখের হয় ।
কুম্ভ রাশি
এই জাতক কুশলপ্রেমী, খুব পরিশ্রমী ও প্রত্যেকটি কাজ দৃঢ়তার সাথে করতে সক্ষম হয় । প্রত্যেক ঘটনার আভাস এ আগে থেকেই পেয়ে যায় । যদি চেষ্টা করে তাহলে এই জাতক সফল তান্ত্রিক ও জ্যোতিষী হতে পারে । বহু গুপ্ত বিদ্যাও এ শিখতে পারে ।
এর বৈবাহিক জীবন সুখের হয় এ কখনো আশাহত হয় না । এর জীবনে অনেক পরিবর্তন আসে । এ নিজের স্বার্থ নিয়ে একটু কমই ভাবে ।
মীন রাশি
এই জাতক কুশল, মিষ্টভাষী ও সময়ানুবর্তী হয় । এ উদার ও বিদ্বান হয় । সংগীত ও ললিতকলায় এই জাতক পারদর্শী হয় । এর শরীর দুর্বল থাকে । এ নিজের বুদ্ধি বিচারানুযায়ী চলে ও তাতেই ডুবে থাকে ।