নখের বর্ণ ও আকৃতি দেখেই বুঝে নিন মানুষের চরিত্র

0

নখের বর্ণ ও আকৃতি দেখেই বুঝে নিন মানুষের চরিত্র

হাতের নখের আকৃতি ও বর্ণবিচার

আমাদের হাতে যে দশটি আঙুল আছে, সেই আঙুলগুলির অগ্রভাগে অর্থাৎ ডগায় আছে দশটি নখ । জানেন কি এইসব নখের আকৃতি এবং বর্ণ দেখেও মানুষ চেনা যায় ? 
এখানে কিছু বিবরণ দেওয়া হলো :


১. নখের বর্ণ লাল হলে তা দৈহিক ও মানসিক সুস্থতার প্রতীক ।

২. নখের বর্ণ সাদা হলে তারা দৈহিক ও মানসিক দিক থেকে দুর্বল হয়ে থাকে ।

৩. নখের বর্ণ অর্ধেক নীল ও অর্ধেক গোলাপী হলে, সুখ-দুঃখের ভেতর দিয়ে জীবন অতিবাহিত হয় ।

৪. যাদের নখের বর্ণ নীল তারা দৈহিক দুর্বল এবং সন্দেহমনা হয় ।

৫. নখের বর্ণ গোলাপী হলে সুস্থ দেহ ও সুস্থ মন হয় ।

৬. নখের বর্ণ কালো হলে কঠিক রোগ ও অসুস্থ হয় ।

৭. যাদের নখ লম্বা, তারা খুব দুরন্ত প্রকৃতির হয় ।

৮. হাতের নখ ঈষৎ চওড়া হলে তারা প্রতারক হয় ।

৯. হাতের নখ চওড়া হলে তারা খুব জ্ঞানবান হয় ।

১০. হাতের নখ তামাটে ও লম্বা হলে তারা পুত্র পৌত্রাদি নিয়ে আনন্দভোগ করে ।

১১. নখ লম্বা এবং বাঁকা হলে তারা দুর্দান্ত নিষ্ঠুর এবং প্রকৃতির হয়ে থাকে ।

১২. যাদের নখ তাম্রবর্ণ এবং লম্বা তারা শক্তিমান ও দীর্ঘায়ু হয়ে থাকে ।

১৩. যাদের নখ লম্বাও নয় আবার ছোটও নয় দেখতে কুৎসিত নয়, তারা দরিদ্র ও নিষ্ঠুর প্রকৃতির হয় ।

১৪. মাংসযুক্ত লম্বা ও সুঁচালো নখ শিল্পীর পরিচায়ক ।

১৫. নখের প্রান্তভাগ বেশ গোলাকার হলে শুভ লক্ষণ জানবে ।

১৬. ফ্যাকাশে বর্ণের নখ দুর্বলতা ও দুঃখের প্রতীক ।

১৭. উঁচু-নিচু, অসমতল ও ভাঙ্গা ভাঙ্গা নখ দুরারোগ্য ব্যাধির পরিচায়ক ।

১৮. নখের প্রান্তভাগ বাঁকা হলে উৎসাহহীনতার পরিচায়ক ।

১৯. মোলায়েম নখ সৌভাগ্য দান করে ।

২০. নখে লম্বা দাগ থাকলে আর্থিক ও পারিবারিক সমস্যায় জড়াতে হয় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top