হঠাৎ বদহজম হলে যা করণীয়
১. ভাত খেয়ে বদহজম হলে জোয়ান ও বীটলবন খেতে হবে ।
২. ডাল খেয়ে বদহজম হলে জোয়ান ও লবন খেতে হবে ।
৩. মাছ খেয়ে বদহজম হলে কাজি পানি পান করতে হবে ।
৪. মাংস খেয়ে বদহজম হলে জোয়ান ও লবন খেতে হবে ।
৫. রুটি খেয়ে বদহজম হলে জোয়ান ও লবনসহ ঠান্ডা জল পান করতে হবে ।
৬. পিঠে খেয়ে বদহজম হলে বেশি করে ঠান্ডা জল পান করতে হবে ।
৭. পায়েস খেয়ে বদহজম হলে কাঁচা মুগডাল চিবিয়ে খেতে হবে ।
৮. নারকেল খেয়ে বদহজম হলে চাল খেতে হবে ।
৯. দুধ খেয়ে বদহজম হলে ঘোল খেলে উপকার হবে ।
১০. খিচুড়ি খেয়ে বদহজম হলে সৈন্ধব লবন খেতে হবে ।
১১. ঘুগনী খেয়ে বদহজম হলে হরিতকি খেতে হবে ।
১২. কুল খেয়ে বদহজম হলে গরম জল পান করতে হবে ।
১৩. কাঁঠাল খেয়ে বদহজম হলে কাঁঠালের বিচি বা কলা খেতে হবে ।
১৪. কলা খেয়ে বদহজম হলে লবন খেতে হবে ।
১৫. তালশাঁস খেয়ে বদহজম হলে চাল খেতে হবে ।
১৬. জাম খেয়ে বদহজম হলে হরিতকি খেতে হবে ।
১৭. ঘি খেয়ে বদহজম হলে গোড়ালেবু খেতে হবে ।
১৮. তেলেভাজা খেয়ে বদহজম হলে জোয়ান ও লবন খেতে হবে ।
১৯. মাখন খেয়ে বদহজম হলে ত্রিফলার জলে উপকার হবে ।
২০. লুচি খেয়ে বদহজম হলে পিপুলচূর্ণ খেলে উপকার হবে ।
২১. মালপোয়া খেয়ে বদহজম হলে জোয়ান খেতে হবে ।
২২. সুজির হালুয়া খেয়ে অজীর্ণ হলে কর্পূর জল খেতে হবে ।
২৩. মদ খেয়ে অজীর্ন হলে তেতুলের জল পান করতে হবে ।
২৪. তৈলাক্ত দ্রব্য খেয়ে বদহজম হলে আমানি খেতে হবে ।
২৫. মধু খেয়ে বদহজম হলে পিপুল চূর্ণ খেতে হবে ।
২৬. আম খেয়ে বদহজম হলে মিছরী খেতে হবে ।
২৭. বেল খেয়ে বদহজম হলে মৌরী খেতে হবে ।
২৮. কুমড়ো খেয়ে বদহজম হলে আদা খেতে হবে ।
২৯. লবন খেয়ে অজীর্ন হলে আমানি খেতে হবে ।