হাতের লেখা দেখেই চিনে নিন মানুষটির চরিত্র কেমন
একজন মানুষের হাতের লেখার সাথে অন্য মানুষের হাতের লেখার কখনই মিল হয় না । জ্যোতিষশাস্ত্র বলে, হাতের লেখার ধরনের সাথে চরিত্রগত পার্থক্যও ফুটে উঠে । আজ আমি আপনাদের সাথে এমন কিছু জ্যোতিষি টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি কোন মানুষের হাতের লেখা দেখেই বুঝতে পারবেন মানুষটি কেমন । তাহলে শুরু করা যাক.....
যাদের হাতের লেখা খুবই সুন্দর
যাদের হাতের লেখা টাইপ করার মত সুস্পষ্ট ও সুন্দর, তারা ব্যক্তিগত জীবনে প্রতিভাবান হওয়া সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী সম্মান পান না । তারা সংযমী ও সৎ হয় ।
যাদের সুন্দর প্যাচানো হাতের লেখা
যাদের লেখা সুন্দর কিন্তু এক দিকে হেলানো তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় । জীবনে উত্থান পতনের চরম সাক্ষী, মাঝে মাঝে নেশাগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে ।
সুন্দর কিন্তু বড় বড় টানা হাতের লেখা
যাদের হাতের লেখা টানা টানা অবশ্যই বড় বড় অক্ষরে, তারা সংসারী হয় । এরা সামাজিক দায়বদ্ধতা মেনে চলে । জীবনে অনেক সুযোগ আসে নিজেকে প্রতিষ্ঠিত করার । এদের অর্থভাগ্য ভালো ।
আঁকা বাঁকা লেখা
যারা সমান্তরাল লাইনে লেখতে পারেন না । লিখতে লিখতে কখনো উপরের দিকে বা নিচের দিকে গিয়ে লাইনটা শেষ হয়, তাদের ক্ষেত্রে উচ্চাশা থাকা সত্ত্বেও তারা আশানুরূপ ফল পান না । ফলস্বরূপ হতাশা, মাথা গরম দেখা যায় ।
সোজা হাতের লেখা
যারা সমান্তরাল লাইনে লেখা শেষ করতে পারেন, তারা নম্র, ভদ্র, শান্ত, পরিচালনায় পটু, অপরকে বোঝাবার ক্ষমতাও যথেষ্ট রাখে । এরা খ্যাতি, যশ পেতে বেশি ভালোবাসে ।
অসম লেখা
যাদের হাতের লেখায় লাইনের সাথে লাইনের কোন সাদৃশ্য থাকে না, এমনকি অক্ষরের সাথে অক্ষরের কোন সাদৃশ্য থাকে না, তাদের ক্ষেত্রে বলতে হয় এরা উদাস প্রকৃতির হয়ে থাকে । নিজের মনের উপর আস্থা এদের খুব কম থাকে ।
সবিন্নষ্ট হাতের লেখা
যারা খুব ছোট ছোট ঘন সুন্দর সবিন্নষ্টভাবে অক্ষরগুলি সাজিয়ে লেখেন, দেখা যায় জায়গা থাকা সত্ত্বেও খাতার এক কোনায় লেখাগুলো জড়ো হয়ে থাকে । এরা সাধারণত জীবনে খুব হিসাবী হয় । হিসাবের বাইরে এক পাও চলতে চায় না । বন্ধু কম থাকে । অর্থ ভাগ্য ভালো হয় । এরা জীবনে সুখী হয় ।
প্যাচানো হাতের লেখা
ReplyDelete👍
Delete