অশৌচ কি ? এবং কেন ?
'শৌচ' শব্দের অর্থ 'শুচিতা' । সুতরাং 'অশৌচ' শব্দের অর্থ দাড়ায় শুচিতা বা পবিত্রতার অভাব । মাতা-পিতা বা জ্ঞাতিবর্গের মৃত্যুতে আমাদের অশৌচ হয় ।
কারন প্রিয়জনের মৃত্যুতে আমাদের মন শোকে আকুল হয় । আমাদের চিত্ত সাধন ভজনের উপযোগী থাকে না । তখন আমরা অশুচি হই ।
মাতা পিতার মৃত্যুর পর অশৌচকালে হবিষ্যান্ন বা ফল ফলাদি খেয়ে জীবন ধারন করতে হয় । এ সময় কঠোর ব্রহ্মচর্য পালন করে শ্রাদ্ধ করার উপযুক্ততা অর্জন করতে হয় ।
অশৌচকালে উঠানে একটি তুলসী গাছ রোপন করে সেখানে প্রতিদিন মৃত ব্যক্তির উদ্দেশ্যে জল ও দুগ্ধ প্রদান করতে হয় । পিতা-মাতার মৃত্যুর পর চতুর্থ দিনে ও দশম দিনে পিন্ডদান করতে হয় । এই পিন্ডকে বলা হয় পূরকপিন্ড । পূরকপিন্ড দিতে হয় মোট দশটি । অশৌচের শেষ সময়ে মস্তক মুন্ডন করে পরিধান করতে হয় নববস্ত্র । অশৌচান্ত দ্বিতীয় দিনে হয় শ্রাদ্ধ ।
জননাশৌচ ও মরণাশৌচ, এই দুই প্রকার অশৌচ রয়েছে । কেউ জন্মগ্রহন করলে যে অশৌচ হয় তাকে বলে জননাশৌচ । আর কেউ মৃত্যুবরন করলে যে অশৌচ হয় তার নাম মরণাশৌচ ।
সপ্তম পুরুষ পর্যন্ত জ্ঞাতিত্ব বর্তমান থাকে । সুতরাং সপ্তম পুরুষ পর্যন্তই জননাশৌচ ও মরণাশৌচ পালন করার নিয়ম আছে ।