হিন্দুদের কেন নামের পূর্বে বাবু শব্দ ব্যবহার করা উচিৎ নয়

0

নামের পূর্বে বাবু শব্দের ব্যবহার পরিহার করুন...

হিন্দুদের কেন নামের পূর্বে বাবু শব্দ ব্যবহার করা উচিৎ নয় ?? 


আমরা যে নামের পূর্বে বাবু শব্দ ব্যাবহার করি,জেনে নিন তার নিকৃষ্টতম ইতিহাস ! 

জানলে আর বাবু শব্দ ব্যবহার করবেন না.....


সনাতন ধর্মাবলম্বীদের মাঝে একটা বিকৃত রুচি পরিলক্ষত হয় যে,তারা নামের পূর্বে বাবু শব্দ লেখেন।

এই বাবু শব্দ হলো অর্ধ-যাযাবর তুর্কি ভাষার একটি নিকৃষ্ট শব্দ । যার অর্থ হলো কর্ণিক অর্থাত্‍ চাকর বা ভৃত্য।কিন্তু আমরা সনাতনীরা আজও খেয়াল করে দেখিনি নামের আগে এই বাবু শব্দ লিখে নিজেদেরকেই নিজেরা কুলসিত এবং নির্বোধের মতো আনন্দবোধ করছি ।

মুসলিম শাসকরা আমাদের দেশ শাসন করে আমাদের উপর এই নিকৃষ্টতম বাবু শব্দ চাপিয়ে দিয়েছিল ।


আপনারা জানেন কি ?

এরা যে কত বড় কুলাঙ্গার,অত্যাচারী,বর্বর,নিষ্ঠুর ও বিভীষীকাময়ের অধিকারী ছিল !


# এরা সুদূর আজারবাইন থেকে শুরু করে কাজাখস্তান,আবমেনিস্তান,

তুর্কমেনিস্তান,তাজিকিস্তান,ইরান,

আফগানিস্তান,পাকিস্তান,কাস্মীর ও  ভারতসহ বিভিন্ন দেশে কোটি কোটি হিন্দু নিধন করেছে !!

আর যারা জীবিত ছিল তাদের জোরপূর্বক ধর্মান্তরীত করেছে।

তবুও তাদের রেখে যাওয়া অনেক ছাপ আজও আমরা গর্বভরে অবলীলায় ব্যবহার করছি।

তাহলে এটা কি আমাদের (হিন্দুদের) কাপুরুষতার পরিচয় নয়  ?

এই সমস্ত অপসংস্কৃতি থেকে বেড়িয়ে আসার সময় হয়েছে !

এখন যদি বেড়িয়ে না আসি তাহলে আসব আর কবে ???

গজনি মাহমুদ,তৈমুর লং থেকে শুরু করে এমন কোনো মুসলিম শাসক নেই যারা এদেশে হিন্দু নিধন যজ্ঞ চালায় নি !


এই সমস্ত নিষ্ঠুর জাতীর বর্বরতা স্কুলের পাঠ্যপুস্তকে উল্লেখ করে আমাদের ছেলে-মেয়েদের শিক্ষার মাধ্যমে জানিয়ে দেওয়া উচিত্‍ !

ভবিষ্যতের মঙ্গল ও টিকে থাকার জন্য ! 


Thanks for your response.

Namasker


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top