স্বপ্নে কি দেখলে কি হয় :
২. স্বপ্নে সূর্যাস্ত দর্শন মঙ্গলজনক নয় ।
৩. স্বপ্নে নদী বা সমুদ্রে সাঁতার কাটা, আকাশে ওড়া, আগুন লাগা, সূর্য বা চন্দ্রগ্রহণ দেখা, অশ্বিনী বা ধ্রুব নক্ষত্র দেখা, বড় অট্টালিকায় চড়া, ধর্মশালায় প্রবেশ করা, পর্বত চূড়ায় চড়া---এর যেকোন একটি স্বপ্নে দৃষ্ট হলে ---কার্যসিদ্ধি হয় এবং লোকের ভক্তিভাজন হওয়া যায় ।
৪. স্বপ্নে মদ খাওয়া, চর্বি খাওয়া, কাঁচা মাংস খাওয়া, ক্রিমি দর্শন ও ভক্ষন, দেহে বৃষ্ঠা লাগা, দেহে রক্ত লাগা, রক্ত চন্দন গায়ে লাগা, সাদা বস্ত্র পরা, শ্বেত বস্ত্র পরা কাউকে দেখা, দই ও ভাত খাওয়া----এর যেকোন একটি দেখলে ইষ্টলাভ ও অর্থলাভ হয় এবং সকলেই এ স্বপ্ন দর্শনকারীকে ভাগ্যবান মনে করে ।
৫. স্বপ্নে দেবতা, ব্রাহ্মণ, চন্দ্র, নক্ষত্র, ভূমি, কালো রঙের কোন বস্তু, রাজা, সাদা বস্ত্র, শ্বেত কমল, উত্তম অলঙ্কারাদি, সসজ্জিতা স্ত্রী, বলদের পিঠে চড়া, পাহাড়ে চড়া, সাদা ষাঁড়
৬. কোন যজ্ঞকুন্ডের পাশের থামে চড়া, পলাশ গাছে চড়া, নিমগাছে বা উই ঢিবিতে চড়া, কার্পাস তুলা, লোহা, তেল প্রভৃতির যেকোনো একটি দেখা অশুভ ।
৭. খেলা, লাল কাপড় পরা, দুর্গম রাস্তায় চলা---এগুলোর যেকোন একটি স্বপ্নে দেখা অশুভ ।
৮. আকাশ থেকে নক্ষত্র খসে পড়া দেখলে---মৃত্যু সন্নিকটে বা মৃত্যুসম শোকের কারন হয়ে দাড়ায় ।
৯. স্বপ্নে সূর্যকে সাদা দেখলেও ---ভয়ঙ্কর বিপদের আশঙ্কা থাকে ।
১০. অশোক, করবী, পলাশ ফুল কিংবা অন্যান্য কোনও ফুল গাছে ফুটে থাকতে দেখলে---দর্শনকারী শোকপ্রাপ্ত হন ।
১১. নৌকায় চড়ে নদী পাড় হওয়া দেখলে---বিদেশ যাত্রা হবে ।
১২. লাল কাপড় পড়া মেয়েরা কোন স্ত্রীলোককে স্নান করাচ্ছে দেখলে বা সেই স্ত্রীলোক নিজেই স্নান করছে দেখলে---শীঘ্রই দর্শন কারীর মৃত্যু হয় ।
১৩. নিজের শরীরে তেল মাখা, দুধ, ঘি, বা দই দেহে লাগানো দেখলে--- রোগ সংক্রমণ করে ।
১৪. চুল বা দাঁত পড়ে যাচ্ছে দেখলে---অর্থনাশ বা পূত্র বিয়োগের সম্ভাবনা ।
১৫. নিজেকে গাধা, উট, মহিষ ইত্যাদি টেনে নিয়ে যেতে দেখলে মৃত্যু বা মৃত্যুতুল্য কঠিন ব্যাধির সম্ভাবনা ।
১৬. স্বপ্নে সূর্যমন্ডল দেখলে লক্ষীলাভ ও রোগ নিরাময় হয় ।
১৭. সাদা বর্ণের সাপ দক্ষিণ পায়ের আঙুলে বা হাতের আঙুলে কামড় দিয়েছে দেখলে অল্পদিনের মধ্যে অর্থপ্রাপ্তি হয় ।
১৮. বাহির থেকে ঘরে চাল, ডাল, ধান, ছোলা ইত্যাদি ঘরে তুলতে দেখলে অর্থলাভ হয় ।
১৯. নিজেকে রত্ন বিক্রয় করতে দেখলে অর্থনাশ হয় ।
২০. কাউকে আগুন নিতে দেখলে দুঃখ, কষ্ট দেখা দেয় ।
২১. বাড়ি তৈরি হচ্ছে দেখলে--- চাকরিতে বেতন বা আয় বৃদ্ধি পায় ।
২২. কুকুর কামড়াচ্ছে দেখলে --- শত্রু বৃদ্ধি হয় ।
২৩. নিজেকে কুঁয়োতে পড়ে যেতে দেখলে অশান্তি ভোগ করতে হয় ।
২৪. স্বপ্নে যদি নিজেকে কাঁদতে দেখা যায় তাহলে অতি সত্বর দুঃখ বৃদ্ধি পাবে ।
২৫. স্বপ্নে জাহাজ, স্বামী দেখলে স্ত্রীর কষ্ট বৃদ্ধি পায় এবং স্ত্রী দেখলে স্বামীর কষ্ট বৃদ্ধি পায় ।
২৬. যদি হীরা, জহরত স্বপ্নে দেখা যায়, তবে যে কাজ শুরু হয়েছে তাতে উত্তম ফললাভ হয় ।
২৭. যদি কেউ নিজেকে জুয়া খেলতে দেখে তাহলে
ব্যবসায় অনুন্নতি হবে ।
২৮. যদি কেউ নিজেকে গঙ্গানদীতে স্নান করতে দেখে তাহলে তার সম্মান বৃদ্ধি পায় ।
২৯. স্বপ্নে আকাশে মেঘ করেছে দেখলে--- ব্যবসায় লাভ হয় ।
৩০. স্বপ্নে যদি কাউকে মরে যেতে দেখা যায় তবে হানি হয় ।
৩১. ঘর ভেঙে পড়ছে দেখলে ব্যবসায় লাভ হয় ।
৩২. যদি স্বপ্নে বৃষ্টি হচ্ছে দেখা যায় তাহলে চিন্তা বৃদ্ধি পায় ।
৩৩. স্বপ্নে শত্রুকে দেখা গেলে সম্মান লাভ হয় ।
৩৪. স্বপ্নে সাপ দেখলে দুঃখ কষ্ট হয় ।
বিঃদ্রঃ---শুভ স্বপ্ন দেখলে তারপর আর ঘুমাবেন না, অশুভ স্বপ্ন দেখলে আবার ঘুমাবেন । তাহলে অশুভ ফল নাশ হয় ।
ধন্যবাদ দাদা ।
ReplyDeleteThanks for your response.
Delete