ঋষি জিজ্ঞাসা করেছেন এই সৃষ্টি কোথা হতে এলো ?
"ইয়ং বিসৃষ্টিঃ কুত আবভূব"
এখানে প্রাচীন ঋষির মন খুব গভীরে যেতে চেষ্টা করেছে । সৃষ্টির পূর্বে বিশ্বসত্তা কিরুপ ছিলেন এবং সৃষ্টির কার্য্য প্রবর্তিত করতে কোন শক্তি ক্রিয়াশীল হয়েছিল সে বিষয়ে একটি মীমাংশার চেষ্টা হয়েছে ।
যা বলা হয়েছে তা যুক্তিসঙ্গত ।
বলা হয়েছে , তখন যা আছে তাও ছিল না এবং যা নেই তাও ছিল না ;
পৃথিবী ছিল না , সুদূর বিস্তারী ব্যোম ছিল না । কেবল আত্মনির্ভর একটি সত্তা বিরাজমান ছিল । তারপর একটি ইচ্ছা উদ্ভুত হলো এবং সেই ইচ্ছাই সেই শক্তি যা সৃষ্টি ধারা প্রবর্তিত করল ॥
HOPES ALL THINGS.
BEARS ALL THINGS.
BELEIVES ALL THINGS.
ENDURS ALL THINGS.
Wow
ReplyDeleteTnx
Delete